Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

আগের ম্যাচে ৭ উইকেট, এবার ফিফটি রনির

ফিফটির পর আবু হায়দার রনি । ছবি : সংগৃহীত
ফিফটির পর আবু হায়দার রনি । ছবি : সংগৃহীত
[publishpress_authors_box]

গত ৬ এপ্রিল গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে একাই গুঁড়িয়ে দিয়েছিলেন আবু হায়দার রনি। ৭ উইকেট নিয়েছিলেন মোহামেডানের এই পেসার। তাতে গাজী টায়ার্স গুটিয়ে গিয়েছিল ৪০ রানে।

সেই ম্যাচের পর ঈদের বিরতি শেষে আজ (মঙ্গলবার) মিরপুরে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলছে মোহামেডান। ১২৯ রানে ৬ উইকেট হারিয়ে বিপদেই পড়েছিল মোহামেডান। তখনই হালটা ধরেন আবু হায়দার রনি।

৫৫ বলে ৪ বাউন্ডারি ৩ ছক্কায় রনি খেলেন ৫১ রানের ইনিংস। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে এটা দ্বিতীয় ফিফটি তার। রনি সবশেষ জাতীয় দলে খেলেছেন ২০১৮ সালে। ২ ওয়ানডেতে তার উইকেট ৩টি আর ১৩ টি-টোয়েন্টিতে পেয়েছেন ৬ উইকেট।

 শেষ পর্যন্ত ৯ উইকেটে ২২৭ রানে থামে মোহামেডান। অধিনায়ক ইমরুল কায়েস ৫৬, মেহেদী হাসান মিরাজ ২৯ ও মাহমুদউল্লাহ করেন ১৫ রান। গতির ঝড় তুলে নাহিদ রানা নিয়েছেন ৫ উইকেট। এছাড়া ২ উইকেট হাসান মুরাদের।

বিকেএসপির ৪ নম্বর মাঠে অপর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৭ উইকেটে ৩৪৪ করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। হাবিবুর রহমান ৮১, সাব্বির হোসেন শিকদার ৭৪ ও আনিসুল ইসলাম করেন ৬৫ রান। রাহাতুল ফেরদৌস নেন ৩ উইকেট।

বিকেএসপির ৩ নম্বর মাঠের আরেক ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে শামসুর রহমান শুভর সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৯৭ করেছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। ৯৩ বলে ১০৬ করেন শামসুর। সমান ৩টি করে উইকেট সোহেল রানা ও ইরফান হোসেনের।   

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত