বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের তিন ভাই বোন চাকরি পেয়েছেন।
এদের মধ্যে ছোট বোন সুমি খাতুনকে চাকরি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর দুই ভাই রমজান আলী ও আবু হোসেনকে চাকরি দিয়েছে বসুন্ধরা গ্রুপ।
সুমি খাতুন নিয়োগ পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেমিনার অ্যাটেনডেন্ট পদে। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী তার হাতে নিয়োগপত্র তুলে দেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্বপ্রাপ্ত প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, অতিরিক্ত রেজিস্ট্রার (সংস্থাপন শাখা) ড. জিয়াউল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার আবু সাঈদের ভাই রমজান আলীকে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহী এবং আরেক ভাই আবু হোসেনকে নিউজ-২৪ চ্যানেলের রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহীর পদে নিয়োগ দেওয়া হয়।
এদিন রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামের বাড়িতে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে দুই ভাইয়ের হাতে নিয়োগপত্র তুলে দেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের নির্বাহী পরিচালক ইয়াসিন হোসেন পাভেল ও বাংলাদেশ প্রতিদিনের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং সালাহ উদ্দিন আহমেদ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবির আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের এক পর্যায়ে গত ১৬ জুলাই নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ।
বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটকের সামনে পুলিশের রাবার বুলেটের গুলিতে আবু সাঈদ আহত হওয়ার দৃশ্য এবং পরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সারা দেশে আরও তীব্র হয়ে ওঠে আন্দোলন।