Beta
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

সাভারে দোকানে এসি বিস্ফোরণে দগ্ধ ৩

সাভারের আদ্রিতা ফেব্রিক্স অ্যান্ড টেইলার্সে সোমবার রাতে বিস্ফোরণের ঘটনা ঘটে।
সাভারের আদ্রিতা ফেব্রিক্স অ্যান্ড টেইলার্সে সোমবার রাতে বিস্ফোরণের ঘটনা ঘটে।
[publishpress_authors_box]

ঢাকার সাভারে একটি দর্জির দোকানে এসি বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। এসময় দোকানটির দরজার কাচ ভেঙে পথচারীসহ আরও সাতজন আহত হয়। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ ব্যক্তিদের চিকিৎসা চলছে।  

সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকার বাহার সুপার মার্কেটের আদ্রিতা ফেব্রিক্স অ্যান্ড টেইলার্সে সোমবার রাত ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

এতে দগ্ধরা হলেন আদ্রিতা ফেব্রিক্স অ্যান্ড টেইলার্সের মালিক মো. ইউসুফ খান (৪০)। তার বন্ধু নাহিদ হাসান (৪২) ও গ্রাহক আনসার আলী (৫০)। তারা বিস্ফোরণের সময় দোকানের ভেতরে ছিলেন। 

বিস্ফোরণের পর ইউসুফ খান ও নাহিদ হাসানকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং আনসার আলীকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তিনজনকেই ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

এছাড়া বিস্ফোরণে দর্জির দোকানের কাচ ভেঙে আহত সাইদুল ইসলাম (৩০), বাবু মিয়া (২৪), হাসান নাহিন (৪৮), আজাদ (৫০) ও বাবুলকে (৪৬) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। সাভারের দ্বীপ ক্লিনিকে ভর্তি করা হয়েছে আহত মালিহা খান (২৬) ও তার স্বামী অনিক হাসানকে (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আদ্রিতা ফেব্রিক্স অ্যান্ড টেইলার্সের এসির ইনডোর ইউনিট হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হলে আগুন ধরে যায়। দোকানের ভেতরের আগুন একপর্যায়ে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে মোবাইল সার্ভিসিংয়ের দোকান আরাফা টেলিকম, মনোহরী দোকান আলিফা স্টোর ও রিমন ডেকোরেটর নামের একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।  

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক মেহরুল ইসলাম বলেন, “আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে স্থানীয়রা ততক্ষণে আগুন নিভিয়ে ফেলে। প্রাথমিকভাবে জানা গেছে, এসি থেকে এই বিস্ফোরণ হয়েছে। ত্রুটিপূর্ণ এসি ও বৈদ্যুতিক সংযোগ থেকে এসি বিস্ফোরিত হতে পারে।”

ঘটনাস্থল পরিদর্শন করে এসির বিস্ফোরণ সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে মন্তব্য করেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত