দুই গোলে পিছিয়ে ছিল এসি মিলান। ডার্বি হয়ে ওঠা ইতালিয়ান সুপার কাপের সেই ফাইনালে প্রত্যাবর্তনের রোমাঞ্চকর এক মহাকাব্য লিখল তারা। ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়ে জিতল সুপার কাপ।
সৌদি আরবের রিয়াদে আল-আওয়াল স্টেডিয়ামে সোমবার রাতের ফাইনালে লাউতারো মার্তিনেস ও মেহেদি তারেমির গোলে এগিয়ে গিয়েছিল ইন্টার। দ্বিতীয়ার্ধে থিও এর্নান্দেস ও ক্রিস্টিয়ান পুলিসিকের গোলে এসি মিলান ফেরায় সমতা। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে ট্যামি আব্রাহামের গোলে শিরোপা নিশ্চিত করে মিলান।
তাতে টানা চতুর্থবার সুপার কাপ জেতা হলো না ইন্টারের। ইন্টারের সমান আটবার এই শিরোপা জিতল এসি মিলান। সর্বোচ্চ ৯ বার সুপার কাপ জয়ের রেকর্ড জুভেন্টাসের।
Pulisic's ridiculous pass to Rafael Leão leading to the assist for AC Milan's winner just minutes after he scored the equalizer in the Italian Supercoppa final 🥶 pic.twitter.com/Euia7mirpy
— ESPN FC (@ESPNFC) January 6, 2025
বিরতির ঠিক আগে মেহেদি তারেমির পাসে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের বাধা এড়িয়ে বাঁ পায়ের শটে ইন্টারকে এগিয়ে নিয়েছিলেন লাউতারো মার্তিনেস। ৪৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তারেমি।
৫২ মিনিটে বক্সের বাইরে থেকে নিচু ফ্রি-কিকে ব্যবধান কমান ফরাসি ডিফেন্ডার থিও এর্নান্দেস। ৮০তম মিনিটে এর্নান্দেসের পাস ধরে সমতা ফেরান ক্রিস্টিয়ান পুলিসিক। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে রাফায়েল লেয়াওয়ের অসাধারণ পাসে কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান ট্যামি আব্রাহাম।
যাচ্ছেতাই পারফর্ম্যান্সের জন্য কিছুদিন আগে পাউলো ফনসেকাকে বরখাস্ত করে সের্হিও কন্সিকাওকে নতুন কোচের দায়িত্ব দেয় এসি মিলান। তার হাত ধরে দ্বিতীয় ম্যাচেই শিরোপা জিতল ঐতিহ্যবাহী ইতালিয়ান ক্লাবটি।