Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

বর্ণবাদের প্রতিবাদে বন্ধ ম্যাচ, মাইগনানের পাশে এমবাপ্পে

llllllllllllllllllllllll
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

পাঁচ মিনিটে দুবার মেজাজ হারালেন এসি মিলান গোলরক্ষক মাইক মাইগনান। সিরি ‘এ’তে উদিনেসের বিপক্ষে ২৬ মিনিটের সময় খেলা থামিয়ে রেফারির দিকে এগিয়ে যান তিনি। জানান কিছু দর্শকের তাকে লক্ষ্য করে বর্ণবাদী গালি দেওয়ার কথা।

৩১ মিনিটে রুবেন লুফটাস-চেকের গোলে মিলান এগিয়ে গেলে আবারও মেজাজ হারান মাইগনান। এবার চলে যান টানেলের দিকে। সতীর্থরা ফেরাতে চাইলেও বর্ণবাদী আচরণের শিকার হয়ে টানেলে ঢুকে পড়েন এই ফরাসি গোলরক্ষক। শেষ পর্যন্ত তাকে ফিরিয়ে আনেন কর্মকর্তারা। ম্যাচ বন্ধ থাকে ১০ মিনিট।

৩-২ গোলে মিলানের জয়ের পর মাইগনান উগরে দিলেন ক্ষোভ ‘বানরের মতো করে চিৎকার করছিল তারা (কিছু দর্শক)। এমন ঘটনা আমার সঙ্গে এই প্রথম হয়নি। তাদের কঠোর নিষেধাজ্ঞা দিতে হবে।’’

সতীর্থ কিলিয়ান এমবাপ্পে পাশে দাঁড়িয়েছেন মাইগনানের। বর্ণবাদকে না বলর আহবানও জানালেন ফরাসি অধিনায়ক, ‘‘‘তুমি একা নও মাইক মাইগনান। আমরা সবাই তোমার সঙ্গে আছি। অনেক হয়েছে, বর্ণবাদকে না বলুন।’’

এ নিয়ে বিবৃতি দিয়েছে ফিফা, এসি মিলান ও ইন্টার মিলান। ফিফা তাদের বিবৃতিতে স্মরণ করিয়ে দিয়েছে কঠোর শাস্তির কথাও, ‘‘যে দলের সমর্থকেরা বর্ণবাদী আচরণ করবে তাদের হার ধরে নেওয়ার বিষয়টিও কার্যকর করতে হবে। পাশাপাশি যারা বর্ণবাদী আচরণ করবে তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগও আনতে হবে।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত