Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

বন্যা, ভিনি আর মিলানের অতীতে আবেগি আনচেলোত্তি

a1
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দুই দল রিয়াল মাদ্রিদ ও এসি মিলান। রিয়ালের শিরোপা ১৫টি, মিলানের ৭টি। ২০০৭ সালে মিলান যখন সপ্তমবার ইউরোপের সেরা হয়, তখন রিয়ালের শিরোপা ছিল ৯টি।

মিলান থমকে আছে সেই সাত শিরোপাতেই আর রিয়াল সংখ্যাটা নিয়ে গেছে তাদের দ্বিগুণের বেশি। সেই দুই দল সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হচ্ছে আজ (মঙ্গলবার)।

ম্যাচটা আবেগের রিয়াল কোচ কার্লো আনচেলত্তির জন্য। কারণ একটা সময় ইতালির লাল-কালো জার্সির ক্লাবটির খেলোয়াড় ও কোচ ছিলেন তিনি। ২০০৭ সালে মিলান সবশেষ চ্যাম্পিয়নস লিগ জিতেছিল আনচেলোত্তির কোচিংয়েই। ২০০৩ সালেও আনচেলত্তির হাত ধরে শিরোপাটা জিতেছিল তারা।

২০০৭ সালে আনচেলোত্তির কোচিংয়ে সবশেষ চ্যাম্পিয়নস লিগ জিতেছিল মিলান। দলটিতে খেলোয়াড় হিসেবেও চ্যাম্পিয়নস লিগ জিতেছেন তিনি।

খেলোয়াড় হিসেবে এসি মিলানকে দুবার চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন আনচেলোত্তি। ১৯৮৯ সালে ইউরোপিয়ান কাপের (এখনকার চ্যাম্পিয়নস লিগ) সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়ালকে ৫-০ গোলে বিধ্বস্ত করা ম্যাচে সান সিরোয় প্রথম গোলটি করেছিলেন আনচেলোত্তিই।

আনচেলোত্তি, পাওলো মালদিনি, কাকা, ফিলিপো ইনজাগিদের ঐতিহ্যবাহী মিলান এখন নিজেদের ছায়া। ২০০৭ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর চ্যাম্পিয়নস লিগে তাদের সেরা সাফল্য ২০২২-২৩ মৌসুমে সেমিফাইনাল খেলা। সেই দলের মুখোমুখি হওয়ার আগে আবেগি হওয়াটা স্বাভাবিক আনচেলোত্তির জন্য।

বার্সার কাছে এল ক্লাসিকোয় ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর মিলানের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে আনচলোত্তি বললেন, ‘‘আমার অতীতের কথা ভাবলে এই ম্যাচটিকে বিশেষ বলতেই হবে। আশা করছি ভালো একটা ম্যাচ হবে। মিলান ভালো শুরু করতে পারেনি (চ্যাম্পিয়নস লিগে হেরেছে দুই ম্যাচ), তবে দলটিতে মেধার কমতি নেই কোনো।’’

এর আগে ১৫বার মুখোমুখি হয়েছে দুই দল।  রিয়াল জিতেছে ৬বার, মিলান ৬বার আর ড্র তিন ম্যাচ। এবার নতুন ফরম্যাটের গ্রুপের খেলায় রিয়াল তিন ম্যাচের জিতেছে দুটি, মিলান একটিই। তবে ম্যাচের চেয়ে স্পেনের ভয়াবহ বন্যা নিয়ে বেশি উদ্বিগ্ন আনচেলোত্তি।

এই সময়টা খেলার উপযোগী নয় বলেই মনে করেন তিনি, ‘‘আমরা এই দেশের অংশ, আমাদের ওপরও এর প্রভাব পড়ছে। ফুটবল নিয়ে কথা বলতে ভালো লাগছে না। ফুটবল নিয়ে কথা বলা এখন খুব কঠিন। খেলোয়াড়রাও খেলতে চাইছিল না।’’

ব্যালন ডি’অর না জেতায় নিজের অসন্তুষ্টি জানিয়েছেন ভিনিসিয়ুস। সেই অধ্যায়টা পেছনে ফেলে সেরা ছন্দের ভিনিকে চান আনচেলোত্তি, ‘‘ও ভালো আছে, কি ঘটেছে অনুধাবন করেছে ব্যাপারটা। সৌভাগ্যক্রমে আমরা শনিবার খেলিনি (বন্যার জন্য ম্যাচ স্থগিত)। এর মাঝে অনুশীলন করে তৈরি হয়েছে ভিনি। আমাদের সবার মতো ও কষ্ট পেয়েছে তবে ব্যালন ডি’অরের জন্য নয়, স্পেনের এই বন্যার জন্য।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত