Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

দুদকে বড় রদবদল

দুর্নীতি দমন কমিশন।
দুর্নীতি দমন কমিশন।
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

রাজনৈতিক পট পরিবর্তনের পর দুর্নীতি দমন কমিশনে শীর্ষ পর্যায়ে কোনও নড়চড় না হলেও পরিচালক পর্যায়ে ব্যাপক রদবদল হয়েছে।

সোমবার ১০ পরিচালক এবং ৪২ উপ-পরিচালক পদে রদবদলের আদেশ হয় বলে দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম নিশ্চিত করেছেন।

পরিচালকদের মধ্যে ফিরোজ মাহমুদকে বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১ বিভাগ থেকে সরিয়ে গবেষণা ও পরীক্ষণ বিভাগে পাঠানো হয়েছে। মোরশেদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালকের পদ থেকে সরিয়ে করা হয়েছে এনআইএস ও ইউএনসিএসির ফোকাল পয়েন্ট।

আব্দুল করিমকে বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগ-২ থেকে পাঠানো হয়েছে সিস্টেম উন্নয়ন ও সমন্বয় বিভাগে।

এস এম মফিদুল ইসলামকে অনুসন্ধান ও তদন্ত-৪ থেকে অনুসন্ধান ও তদন্ত-৬ বিভাগে পাঠানো হয়েছে।

মোহাম্মদ জহিরুল হুদাকে অনুসন্ধান ও তদন্ত-৪ এর দায়িত্ব দেওয়া হয়েছে।

মীজানুল ইসলামকে দেওয়া হয়েছে অনুসন্ধান ও তদন্ত-২ এর দায়িত্ব।

আবুল হোসেনকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক করা হয়েছে। তিনি এতদিন ছিলেন এনআইএস ও ইউএনসিএসির ফোকাল পয়েন্ট।

চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে থাকা এস এম আখতার হামিদ ভূঞাকে ঢাকায় প্রশিক্ষণ ও গবেষণা বিভাগে পাঠানো হয়েছে।

মো. রফিকুজ্জামানকে দেওয়া হয়েছে বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১ এর দায়িত্ব।

সৈয়দ তাহসীনুল হককে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক করা হয়েছে।

আলাদা আদেশে ৪২ কর্মকর্তাকে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, কুড়িগ্রাম,দিনাজপুর, নওগাঁ, খুলনা ও চাঁদপুরের বিভিন্ন অফিসে বদলি করা হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায় বদলে গেলেও দুদকে তার আঁচ এখনও লাগেনি।

এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ক্ষমতাচ্যুত দলের নেতা ও সাবেক মন্ত্রীদের দুর্নীতির অনুসন্ধানে দুদক হাত দেওয়ার মধ্যে এক মাস পর মধ্য পর্যায়ে রদবদল এল।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত