Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

সাবেক মন্ত্রী ইনু ও তার স্ত্রীর নামে দুদকের মামলা

হাসানুল হক ইনু। ফাইল ছবি
হাসানুল হক ইনু। ফাইল ছবি
[publishpress_authors_box]

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক তথ্যমন্ত্রী কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য জাসদ নেতা হাসানুল হক ইনু ও তার স্ত্রী আফরোজা হকের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা করা হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের জানিয়েছেন।

গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর ২৬ আগস্ট রাজধানী ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ সভাপতি ইনুকে। এরপর অভ্যুত্থানের সময়কার বিভিন্ন ঘটনায় করা মামলায় কয়েক দফায় তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

দুদকের মামলায় বলা হয়েছে, সাবেক তথ্যমন্ত্রী ইনু ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪ কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৫০৭ টাকার সম্পদের মালিক হয়েছেন। এছাড়া চারটি ব্যাংক হিসাবে ১১ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ১৯ টাকা সন্দেহজনক লেনদেন করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

আরেক মামলায় ইনুর স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে ১ কোটি ৪৯ লাখ ৮৫ হাজার ৭৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

সাবেক তথ্যমন্ত্রী ইনুর অসদুপায়ে অর্জিত অর্থের মাধ্যমে তার স্ত্রী সম্পদশালী হয়েছেন বলে এজাহারে বলা হয়েছে। এ জন্য মামলায় ইনুকেও আসামি করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত