Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

বিমানবন্দর থেকে ফেরার পথে দুর্ঘটনা, জামাই-শ্বশুর নিহত

দুর্ঘটনায় পড়া প্রাইভেটকার। ছবি : সকাল সন্ধ্যা
দুর্ঘটনায় পড়া প্রাইভেটকার। ছবি : সকাল সন্ধ্যা
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মঙ্গলবার এক দুর্ঘটনায় জামাই-শ্বশুর নিহত হয়েছেন। তারা হলেন- কুমিল্লার দাউদকান্দি উপজেলা বারপাড়া এলাকার মোহাম্মদ উল্লাহ (৩৫) ও তার শ্বশুর সিদ্দিকুর রহমান (৫৮)।

পুলিশ জানিয়েছেন, মালয়েশিয়া থেকে সোমবার রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা শ্বশুরকে আনতে গিয়েছিলেন মোহাম্মদ উল্লাহ। পথে বন্দর উপজেলার কেওডালা এলাকায় ভোর সাড়ে ৫টার দিকে আরেকটি যানবাহন চাপ দিলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই মারা যান মোহাম্মদ উল্লাহ। আহত অবস্থায় তার শ্বশুর ও গাড়িচালককে স্থানীয়রা নিয়ে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে সিদ্দিকুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মোহাম্মদ উল্লাহর চাচা বীর মুক্তিযোদ্ধা আবদুর মজিদ জানান, মোহাম্মদ উল্লাও মালয়েশিয়া ছিলেন। গত বছর থেকে তিনি কুমিল্লার বাড়িতে ছিলেন। তার শ্বশুর সিদ্দিকুর রহমান মালয়েশিয়া থেকে সোমবার মধ্যরাতে দেশে ফেরেন। তাকে বাড়িতে আনতে গিয়েছিলেন মোহাম্মদ উল্লাহ।

মজিদ বলেন, “সব শেষ তার সঙ্গে কথা হয় ভোর ৫টার কিছু আগে। জানিয়েছিল, তারা রওনা হয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে খবর পাই মোহাম্মদ উল্লাহ দুর্ঘটনায় মারা গেছে। আর তার শ্বশুর হাসপাতালে।”

কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক রেজাউল করিম সকাল সন্ধ্যাকে জানান, প্রাইভেটকারটি সম্ভবত দ্রুত গতিতে চলছিল। আরেকটি যানবাহন চাপ দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। মোহাম্মদ উল্লাহ ঘটনাস্থলে নিহত হন। ঢাকা মেডিকেল মারা গেছেন তার শ্বশুর। কোন গাড়ির চাপে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারায় তা জানা যায়নি। প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত