কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি মাইক্রোবাসের ৪ জন যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা-নানকরা এলাকায় স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে মাইক্রোবাসে থাকা যাত্রীদের ৪ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে ১ জন শিশুও ছিল। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের চৌদ্দগ্রামের বাতিসা-নানকরা এলাকায় একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়।
তিনি বলেন, মাইক্রোবাসের পেছনে ছিল ফেনী থেকে ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ওই বাসটি ধাক্কা দেয় মাইক্রোবাসটিকে। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।
নিহতদের নাম-পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান ওসি রইস উদ্দিন। মরদেহ এবং দুর্ঘটনাকবলিত যানগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। বাসস।