Beta
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
Beta
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

ফরিদপুরে বাস ও পিকআপের সংঘর্ষ, নিহত ২

road-accident
[publishpress_authors_box]

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়ায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুজন। এতে আহত হয়েছেন বাসের আরও ১০ যাত্রী।

শুক্রবার বেলা আড়াইটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়া বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ফরিদপুর–বরিশাল মহাসড়কের পুকুরিয়া বাসস্ট্যান্ডের কাছে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুজন মারা যান।

আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খায়রুল আনাম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনার কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে রেকার দিয়ে বাস ও পিকআপটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত