Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫

নর্মদা বাঁচাও আন্দোলনের নেতা মেধা পাটেকরের জেল

IMG_4714-scaled
[publishpress_authors_box]

অ্যাক্টিভিস্ট ও নর্মদা বাঁচাও আন্দোলনের (এনবিএ) নেতা মেধা পাটেকরকে মানহানি মামলায় পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রায় দুই দশক আগে দিল্লির বর্তমান লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার স্যাক্সেনার করা মামলায় সোমবার দিল্লির একটি আদালত এই রায় দিয়েছে। তবে আপিল করার সুযোগ দিয়ে আদালত তার সাজা এক মাসের জন্য স্থগিত রেখেছে।

মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাঘব শর্মাকেও ১০ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

দীর্ঘ ২২ বছর ধরে মামলাটি চলছিল। আদালত তথ্যপ্রমাণের ভিত্তিতে মেধা পাটেকরকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে।

বিচারক মেধা পাটেকরের বয়স, ক্ষয়ক্ষতি ও অসুস্থতা বিবেচনা করে মাত্র পাঁচ মাসের সাজা দিয়েছেন। যে অপরাধে তার বিরুদ্ধে মামলা হয়, এতে সর্বোচ্চ শাস্তি দুই বছরের জেল ও জরিমানা।

গত ২৪ মের শুনানিতে আদালত বলেছিল, স্যাক্সেনাকে ‘ভীরু’ বলেছিলেন মেধা পাটেকর। হাওয়ালা লেনদেনে (অর্থ পাঠানোর অনানুষ্ঠানিক পদ্ধতি) তার জড়িত থাকার অভিযোগও করেছিলেন মেধা পাটেকর। এটি একদিকে ছিল মানহানিকর, অন্যদিকে স্যাক্সেনা সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয় ওই মন্তব্যের কারণে।

২০০০ সালে স্যাক্সেনা নর্মদা বাঁচাও আন্দোলনের বিরুদ্ধে বিজ্ঞাপন প্রকাশ করেছিলেন। এজন্য তখন তার বিরুদ্ধে মামলা করেন মেধা।

স্যাক্সেনা তখন কাউন্সিল ফর সিভিল লিবার্টিজ নামে আহমেদাবাদভিত্তিক একটি এনজিওর প্রধান ছিলেন। ২০০১ সালে তিনি মেধা পাটেকরের বিরুদ্ধে দুটি মামলা করেছিলেন। তিনি দাবি করেছিলেন, মেধা একটি টিভি চ্যানেলে দেওয়া বক্তব্যে তার বিরুদ্ধে অপত্তিকর মন্তব্য করেছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত