পরীমনির জীবন যেন সিনেমা! বছরখানেক ধরে একাকী জীবন কাটাচ্ছেন এই ঢালিউড অভিনেত্রী। পর্দায় তেমন উপস্থিতি না থাকলেও প্রেম, বিয়ে, বিচ্ছেদ—সবকিছুতেই তো তিনি আলোচনার কেন্দ্রবিন্দু।
বছরখানেক আগেই চলচ্চিত্র অভিনেতা শরীফুল রাজের সম্পর্কের ইতি টেনেছেন। তবে তাদের সর্ম্পকের সুঁতো হিসেবে রয়ে গেছে সন্তান পূন্য।
সাবেক স্বামী রাজের জন্মদিনে জানালেন নতুন করে প্রেমে পড়েছেন আবারও তিনি। সোমবার নিজের ফেইসবুক একটি ভিডিও শেয়ার করেছেন পরীমনি। যেখানে দেখা গেছে, গাড়ি চলছে আর জানালায় দুটি হাত রাখা। ক্যাপশনে লিখেছেন, “হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি।“
তবে কে এই ভালবাসার মানুষ তা নিয়ে কিছুই খোলাসা করলেন না এই অভিনেত্রী।
মাস ছয়েক আগেও পরীমনি বলেছিলেন, “বিয়ের পর হয় ডিভোর্স। আমি এখন ডিভোর্সি। আগে কখনো কিছু করতে মন চাইলে করে ফেলতাম। প্রেম করতে মন চাইলে করতাম। এখন আর প্রেম করতেই ইচ্ছে হয় না।”
এমন ঘোষণার ছয় মাসের মাথায় নতুন প্রেমের সম্পর্কের কথা জানান দিলেন। তাও আবার সাবেক স্বামী আর ছেলের বাবার জন্মদিনে!
ভিডিওটি দেখার পর থেকেই ভীষণ উচ্ছ্বসিত পরীমনির ভক্ত-অনুরাগীরা। প্রিয় নায়িকার জীবনে নতুন কারও আবির্ভাব যেন খুব স্বাভাবিকভাবেই নিয়েছেন তারা।
অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘ভালোবাসা সুন্দর।’ কেউ বলেছেন, ‘ভালোবাসা ছাড়া বাঁচা মুশকিল। ভালোবাসা তোমার জন্য।’
নেতিবাচক মন্তব্যও ভিড় করেছে। একজন বলেছেন, “পরীরা বারবার প্রেমে পড়ে। উঠতে বসতে পড়ে।“
কয়দিন আগে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত ‘রঙিলা কিতাব’। এই ওয়েব সিরিজের জন্য প্রশংসা কুড়াচ্ছেন এই তারকা। কেউ কেউ বলছেন, সেই ‘স্বপ্নজাল’ সিনেমার পর আবার ভিন্নভাবে ধরা দিলেন পরীমনি।
ওয়েব সিরিজটিতে তার বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ ইমরান নূর। থ্রিলার ঘরানার গল্পে নির্মিত এ সিরিজে একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা গেছে পরীমনিকে। সিরিজটি বানিয়েছেন অনম বিশ্বাস।