কয়েকদিন আগেই ধুমধাম করে ছেলের জন্মদিন পালন করেছেন পরীমণি। সে সব ছবিও সমাজিক মাধ্যমে শেয়ার করেছেন ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত এই অভিনেত্রী।
এরমধ্যেই হঠাৎ দুর্ঘটনার কবলে তার দুই বছর বয়সী ছেলে।
বুধবার রাতে আহত অবস্থায় ছেলে পুণ্যের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন অভিনেত্রী। ছবিতে দেখা গেছে, পুণ্যের একটি চোখ ফুলে বন্ধ হয়ে আছে প্রায়, ওপরের দিকটা লাল। তখন শুধু জানান ‘দূর্ঘটনা’ ঘটেছে।
বৃহস্পতিবার ভোরে একটি ভিডিও পোস্ট করে এই অভিনেত্রী জানালেন, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না; গিয়েছিলেন তার প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এর ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে। তবে বাসায় যারা ছিলেন, তারা কেউ নাকি জানেন না কীভাবে ব্যথা পেয়েছে পুণ্য।
অভিনেত্রী লেখেন, “স্বাভাবিকভাবেই আমি সবার কাছে জানতে চেয়েছি, ছেলে কীভাবে আহত হয়েছে? কেউই সত্যি/ঠিকভাবে কোনো উত্তর দেয়নি! তাদের একটাই উত্তর, ‘আমি/আমরা কিছু জানি না। কই কি হইছে দেখি তো!”
পরীমণি বলেন, “আমি একটা পর্যায়ে আমার নিয়ন্ত্রণ হারাই। রাগে আমার পুরো পৃথিবী আগুন লাগাতে ইচ্ছা হয়েছিল। কিচ্ছু লাভ হয়নি তাতে! তারা সবাই তাদের ওই এক উত্তরেই আটকে ছিল। আমারও আর বারবার জেরা করা সম্ভব হয়নি। কারণ, ছেলে শুধু আমাকেই দেখছিল। আমিও সব ছেড়ে ছেলেকে নিয়ে ঘুমিয়ে যাই।”
পরে ঘুম থেকে উঠে পরীমণি দেখতে পান ছেলের এক চোখ আর খুলছে না! অভিনেত্রী লিখেছেন, “তখন কী করব বুঝতে পারি না। এভারকেয়ার হসপিটাল থেকে বাংলাদেশ আই হসপিটাল, ছুটতে থাকি…এত অসহায় লাগছিল আমার!”
তবে ছেলে এখন সুস্থ আছে বলে জানান এই অভিনেত্রী।
সাবেক স্বামী অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই পরীমণি তার ছেলেকে নিয়ে একাই থাকেন। ছেলের যাবতীয় দেখভালের দায়িত্ব মায়ের ওপরই।