Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

সড়ক দুর্ঘটনায় আহত চিত্রনায়ক রুবেল

চিত্রনায়ক রুবেল, বাংলা সিনেমা,ঢালিউড
বরগুনাতে একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে শনিবার সকালে রওনা হন চিত্রনায়ক রুবেল। ছবি: সংগৃহীত
[publishpress_authors_box]

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল।

শনিবার মাদারীপুরের সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় রুবেল ছাড়াও গাড়িতে থাকা তার নয়জন সঙ্গীও আহত হয়েছেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা ফায়ার সার্ভিস এর ইন্সপেক্টর ওহিদুজ্জামান।

জানা যায়, ঢাকা থেকে একটি মাইক্রোবাস যোগে বরগুনার আমতলী যাচ্ছিলেন নায়ক রুবেল ও কারাতে স্কুলের শিক্ষার্থীরা।

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার নামক এলাকায় আসলে অপরদিক থেকে আসা গ্লোবাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। এসময় রুবেলের গাড়িটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে এবং গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

চিত্রনায়ক রুবেল, বাংলা সিনেমা,ঢালিউড

মস্তফাপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. মিজানুর রহমান জানান, চিত্রনায়ক রুবেলের গাড়িটি রাস্তার পাশে একটা গাছের সঙ্গে ধাক্কা লেগে তারা আহত হয়েছেন।

মাদারীপুর সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এ ঘটনায় মাইক্রোবাসের চালক কিশোরগঞ্জের ওমর ফারুকসহ দুজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। তাই উন্নত চিকিৎসার জন্য তাদের রাজধানী ঢাকায় পাঠানো হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, চিত্রনায়ক রুবেলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। তবে এখন তিনি শঙ্কামুক্ত।

অ্যাকশন হিরো হিসেবে পরিচিত রুবেল ২৪ বছর বয়সে ১৯৮৬ সালে শহীদুল ইসলাম খোকনের ‘লড়াকু’ চলচ্চিত্র দিয়ে সিনেমার পর্দায় আসেন ।

সেসময়ের গতানুগতিক বাংলা সিনেমার বাইরে গিয়ে ব্যতিক্রমধর্মী সব সিনেমা দর্শকদের উপহার দিয়েছিলেন খোকন ও রুবেল জুটি। তাদের বেশিরভাগ সিনেমাই পেয়েছে ব্যবসায়িক সাফল্য।

এরপর প্রযোজনা ও পরিচালনায় রুবেল নামেন ৯০ দশকের শেষে। মৌসুমী, চম্পা ও মুনমুন অভিনীত তার প্রযোজনায় প্রথম সিনেমা ‘বাঘের থাবা’ মুক্তি পায় ১৯৯৯ সালে। ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়।

তিন ভাইয়ের মধ্যে সবার ছোট রুবেল। তার বড় ভাই মাসুদ পারভেজ, যিনি রূপালী পর্দায় সোহেল রানা নামে পরিচিত। তাদের আরেক ভাই কামাল পারভেজ চলচ্চিত্র প্রযোজনায় যুক্ত।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত