Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫
Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫

ডাকাত ঠেকাতে বটি হাতে বাঁধন  

badhon-110824
[publishpress_authors_box]

ছাত্র আন্দোলনে সমর্থন দিয়ে বৃষ্টি মাথায় রাজপথে দাঁড়িয়েছিলেন আজমেরি হক বাঁধন। সড়ক থেকে সোশাল মিডিয়াতে শিক্ষার্থীদের আন্দোলনের বিজয়ে আনন্দে ভেসেছিলেন তিনিও।

সেই বাঁধন এখন বটি হাতে নিজ এলাকার পাহারায় নেমেছেন।

৫ অগাস্টের পর শেখ হাসিনার পতনের পর গোটা দেশে অগ্নিসংযোগ এবং মারামারির ঘটনা বাড়তে থাকে। এসবের মধ্যে অনেক এলাকায় দেখা দেয় ডাকাত পড়ার আতঙ্ক।

ঢাকা, চট্টগ্রাম এবং দেশের আরও অনেক এলাকায় স্থানীয়রা জোট বেঁধে সারারাত অলিগলি পাহারা দিচ্ছেন।

অনেকেই সাহায্য চেয়ে ফেইসবুকে পোস্ট দিচ্ছেন। আবার অনেক এলাকা থেকে সেনাবাহিনীর নম্বরে ফোন করে সাহায্য চাওয়া হচ্ছে।

২০২১ সালের  ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার জন্য   সেরা অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া আজমেরি হক বাঁধনও নিজ এলাকার পাহারায় এগিয়ে এসেছেন।

গত সপ্তাহে ফেইসবুক স্টোরিতে বটি হাতে ছবি দিয়ে এই নায়িকা জানান দেন ‘মাঝরাতে’ তিনিও প্রস্তুত আছেন ডাকাত ঠেকাতে।

ছবিতে বাঁধনের সঙ্গে ছিলেন প্রতিবেশী মোহনা সুলতানা জুঁই। তাদের দুজনেই হাতেই ছিল বটি।

অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় আসা বাঁধনের এই সাহসকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

একজন লিখেছেন, “আপনার সাহসিকতা দেখে আমি মুগ্ধ।

“আপনি যেদিন কান উৎসবে দাঁড়িয়ে ছিলেন। সবাই হাত তালি দিচ্ছিল তখন খুশিতে আমি কেঁদে ফেলেছিলাম। মনে হচ্ছিল, পুরো বাংলাদেশটাকে সম্মান জানানো হচ্ছে। আজ যেই সাহসিকতা দেখালেন, স্যালুট।”

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুসারে চলমান পরিস্থিতি নিয়ে এই ভারতীয় সংবাদমাধ্যমের কাছে বাঁধন বলেন, ”কিছু সুবিধাবাদী মানুষ লুট করেছেন, কিছু সাম্প্রদায়িক, উগ্র চিন্তার মানুষ আছেন, যারা এই আন্দোলনকে ঢাল বানিয়ে নিজেদের এজেন্ডাকে পূরণ করতে চেয়েছেন।

“জানি না, আমাদের এখানকার কিছু সংবাদমাধ্যম ছাড়া সকলে সঠিকটা দেখাচ্ছেন কি না! ওরাও তো অন্ধ হয়ে গিয়েছে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত