Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

বীরের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মা বুবলি

বুবলি, শেহজাদ খান বীর, শাকিব খানের ছেলে, ঢালিউড
শাকিবের সঙ্গে বিচ্ছেদের পর বীরকে নিয়েই আছেন বুবলি। নতুন কোন সম্পর্কে জড়াননি।
[publishpress_authors_box]

জন্মদিনে অত হইচই করতে পছন্দ করেন না বুবলি। পারিবারিকভাবে নিজের মতো করেই জন্মদিন উদযাপন করেন। এবারও তাই। তবে, মা হওয়ার পর থেকে জন্মদিনটা আরেকটু অন্যরকম কাটছে তার। শাকিবপুত্র শেহজাদ খান বীরকে সঙ্গে নিয়েই জন্মদিনের কেক কাটছেন।

এবারের জন্মদিনে মায়ের শাড়ির সঙ্গে ম্যাচ করে পাঞ্জাবী পরেছিল বীর। সন্তানের সাথে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নিয়েই বুবলির জন্মদিন স্বার্থক হয়। এবারও তাই হল।

ফুল নিলেন বীরের হাত থেকে, কেক কাটলেন একসঙ্গে আর মুখে তুলে খাইয়েও দিলেন দু’জন দু’জনকে। উপস্থিত ছিলেন বুবলির মা-বাবাও। সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে নিজের তৃপ্তির কথা শেয়ার করলেন ভক্তদের সাথে।

ফেইসবুক পোস্টে বুবলি লিখেছেন, “জীবনে এর থেকে সুন্দর সময় কী আর হতে পারে! আমার বাপজান এভাবে আমাকে আগলে রাখে তাই প্রতিটি দিনই আমার জন্মদিন।”

বুবলি, শেহজাদ খান বীর, শাকিব খানের ছেলে, ঢালিউড
২০১৬ সালে বাংলাভিশন টিভি চ্যানেলের সংবাদপাঠের চাকরি ছেড়ে শাকিব খানের বিপরীতে সিনেমায় নাম লেখান বুবলি।

নিজের ফেইসবুক পেইজে একটি ভিডিও প্রকাশ করেছেন বুবলি; তাতে দেখা যায়, সারপ্রাইজ হিসেবে মায়ের হাতে এক তোড়া ফুল তুলে দিচ্ছে বীর। তাতে দেখা যায়, সারপ্রাইজ হিসেবে মায়ের হাতে এক তোড়া ফুল তুলে দিচ্ছে বীর। মাকে জড়িয়ে ধরে বলছে-‘তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মা’। অন্যদিকে বুবলীও বলেন, ‘তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ছেলে’

বিকেলেই জন্মদিনের এ ঘরোয়া আনুষ্ঠানিকতা হয় বলে সকাল সন্ধ্যাকে জানিয়েছেন বুবলি।

শাকিবের সঙ্গে বিচ্ছেদের পর বীরকে নিয়েই আছেন বুবলি। নতুন কোন সম্পর্কে জড়াননি। তবে, বড়পর্দায় নতুন কেমিস্ট্রি তৈরী করতে চাইছেন।

শাকিব খান ছাড়া বড়পর্দায় বাণিজ্যিক ঘরাণার অন্য কোন ছবি যেমন খুব একটা সাফল্য পায়নি তেমনি বুবলির ছবিগুলোতেও তেমন সাফল্য মেলেনি। তবে প্রশংসিত হয়েছে বেশকিছু ছবি ও বুবলির অভিনয়।

চলতি বছরের শুরুতেই ‘দেয়ালের দেশ’ চলচ্চিত্রটির মধ্যদিয়ে আলোচনায় আসেন তিনি। প্রশংসিত হয় অন্যরকম লুকে বুবলির উপস্থিতি। তারপর এপ্রিলে ‘মায়া দ্য লাভ নামে’ একটি ছবি মুক্তি পেলেও তা তেমন সাফল্য পায়নি।
নতুন বছর বেশকিছু ছবি মুক্তি পেতে যাচ্ছে এ নায়িকার।

ছবিগুলো হল-জাকির হোসেন রাজুর ‘চাদর’, এম রাহিমের ‘জংলি’,, রাখাল সবুজের ‘পুলসিরাত’, মাসুদ মহিউদ্দিন ও হাসান শিকদারের ‘প্রেম পুরাণ’, ‘সাইফ চন্দনের ‘কয়লা’, দেবাশীষ বিশ্বাসের ‘তুমি যেখানে আমি সেখানে’, ওয়াজেদ আলী সুমনের ‘ছায়া’এই সাতটি সিনেমায় তার বিপরীতে আছেন সিয়াম, রোশান, নীরব ও আসিফ নূর।

২০১৬ সালে বাংলাভিশনের সংবাদপাঠের চাকরি ছেড়ে শাকিব খানের বিপরীতে সিনেমায় নাম লেখান ঢালিউডের অন্যতম আলোচিত এ নায়িকা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত