হাসিতে সবাইকে মুগ্ধ করে বিনোদন জগতে পা ফেলেছিলেন চিত্রনায়িকা আইরিন। ২০০৮ সালের ‘প্যান্টেনা ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় তিনি ‘সেরা হাসি’র পুরস্কারটি জিতে নেন।
সেখান থেকেই অভিনয় ও মডেলিংয়ের যাত্রা শুরু। হেঁটেছেন দেশে-বিদেশে অসংখ্য র্যাম্পে। আরেফিন শুভর বিপরীতে ২০১৩ সালে দেবাশীষ বিশ্বাসের ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। এখন পর্যন্ত প্রায় ১৫টি ছবিতে অভিনয় করেছেন।
শুক্রবার ১৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল তার আইরিন অভিনীত সাইফ চন্দনের ছবি ‘দুনিয়া’। সে সূত্রে ক্যারিয়ার নিয়ে সকাল সন্ধ্যার মুখোমুখি এ নন্দিনী..
সকাল সন্ধ্যা: হঠাৎ করে ‘দুনিয়া’ মুক্তির খবর মিললো, কিছুটা সারপ্রাইজড?
আইরিন: হ্যাঁ, মাত্র তিনদিন আগে জানতে পেরেছি মুভিটা রিলিজ হবে। প্রযোজনা প্রতিষ্ঠান না জানালে তো কিছু করার নেই। তাই তেমন প্রচারণায় যুক্ত হতে পারিনি।
সকাল সন্ধ্যা: প্রায় দুই বছরপর আপনার অভিনীত চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। কী বলবেন…
আইরিন: দু’বছর আগে আমার ‘কাগজ’ নামে একটা চলচ্চিত্র মুক্তি পেয়েছিল। ভালো লাগছে নতুন একটা ছবি মুক্তি পাচ্ছে। সংখ্যায় যুক্ত হলো মুক্তির তালিকায় নতুন আরেকটি ছবি। এতটুকুই।
সকাল সন্ধ্যা: কখন শ্যুট হয়েছিল এ সিনেমার, কেমন ছিল অভিজ্ঞতা?
আইরিন: ২০১৫ সালে ছবিটির শুটিং হয়। যে ক্যারেক্টার ছিল, চেষ্টা করেছি তেমন করে কাজ করার। অভিজ্ঞতা ভালোই ছিল। এতদিন পর আসলে সম্পাদনা শেষে মুক্তির পর কেমন লাগবে তা বলতে পারছি না!
সকাল সন্ধ্যা: ক্যারিয়ারে আপনি কি কিছুটা পিছিয়ে পড়ছেন কী না?
আইরিন: আসলে পিছিয়ে পড়া, এগিয়ে যাওয়া- এসব প্রশ্ন আমার কাছে অবান্তর মনে হয়। যখন যেভাবে কাজ এসেছে, কাজ করেছি। চেষ্টা করেছি ভালো কিছু করার।
সকাল সন্ধ্যা: বিষয়টা কি এমন যে আপনি ক্যারিয়ারে তেমন ফোকাসড না?
আইরিন: তেমনটা বলি কী করে! যখন থেকে কাজ শুরু করেছি তখন মিডিয়ায় না এলে হয়তো ভালো পড়াশোনা করেছি, ভালো কোথাও জব করতাম। তা তো করিনি। সবসময় ভালো কাজের জন্য অপেক্ষা করেছি। মিডিয়ার দিকেই নিজেকে ফোকাসড রেখেছি। আসলে আমাকে কাজে লাগানো হয়নি। অ্যাক্টর হিসেবে আমাকে প্রোপার ইউটিলাইজ করা হয়নি। আমি তো প্রযোজক না, ভালো কাজের জন্য অপেক্ষা করা ছাড়া আর কী-ই বা করতে পারি।
সকাল সন্ধ্যা: গুণী নির্মাতা আবু সাইয়ীদের ‘একজন কবির মৃত্যু’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। সিনেমাটি কবে মুক্তি পাচ্ছে?
আইরিন: আমি আসলে জানি না কবে মুক্তি পাচ্ছে। নির্মাতা হয়তো বলতে পারবেন। অপেক্ষা করছি আমিও।
সকাল সন্ধ্যা: আইরিন এখন কী নিয়ে ব্যস্ত আছে?
আইরিন: সত্যিকার অর্থে আপাতত হাতে (অভিনয়ের) কোন কাজ নেই। আমার নিজের কিছু বিজনেস আছে। সেগুলোতে সময় দিচ্ছি।
সকাল সন্ধ্যা: অভিনেত্রী হিসেবে নির্মাতাদের কাছে আপনার প্রত্যাশা কী থাকবে?
আইরিন: সমসাময়িক কাজে যুক্ত হতে চাই। এখন তো গল্পনির্ভর, চরিত্রনির্ভর অনেক কাজ হচ্ছে। সেসব কাজে যুক্ত হতে চাই। হোক সেটা ওটিটি কিংবা বড়পর্দা…
সকাল সন্ধ্যা: ‘দুনিয়া’ দেখতে যাবেন?
আইরিন: হ্যাঁ, যাবো আজকে (শুক্রবার) ছবিটা দেখতে। টিমের সাথে সময় মেলাতে পারবো কিনা জানি না। কিন্তু যাবতো বটেই, ছবিটি দেখা হয়নি..