Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

মেহজাবিনের গল্পে নাটকে পা ফেললেন বোন মালাইকা

mehzabin's sister look alike her, now acting in drama with mehzabin's story
[publishpress_authors_box]

তাদের দু’জনকে বলা হয় কাবর্নকপি। দেখতে প্রায় একইরকম জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন ও তার বোন মালাইকা চৌধুরী।

আদনান আল রাজীবের নির্দেশনায় বিজ্ঞাপনের মডেল হয়ে সবার সামনে আসেন মালাইকা। মেহজাবিন বলেই তাকে ভুল করছিলেন সবাই, আর সে চমকটাই দেখাতে চেয়েছিলেন রাজীব। বিজ্ঞাপনে মডেলিংয়ের পর মালাইকার স্বপ্নের পাখা যে ধীরে ধীরে মেলতে শুরু করেছে তা বলাই যায়। আর সে যাত্রায় প্রথম তার সঙ্গী হলেন রঙিন পর্দার প্রতিষ্ঠিত অভিনেত্রী তার বোন মেহজাবীন।

কেননা মেহজাবীনের গল্পের চরিত্র হয়েই প্রথমবারের মতো অভিনয় করেছেন এ নবাগতা। মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘প্রাণসখিয়া’ নাটকে মালাইকার বিপরীতে দেখা যাবে ফারহান আহমেদ জোভানকে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে।

প্রাণসখিয়ার শুটিংয়ে জোভান এবং মালাইকা

মালাইকাকে নিয়ে নাটক নির্মাণ প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, “মেহজাবীনের বোন বলেই যে তাকে সুযোগ দিয়েছি বিষয়টি তেমন নয়। মেহজাবীনের কাছ থেকে যে গল্পটি পেয়েছি, তাতে নতুন একটি মেয়েকে মানাবে বলে মনে হয়েছে আমার। এক্ষেত্রে মালাইকার নামটি মাথায় এসেছে আগে। তার মধ্যে অভিনয়ের প্রতিভা আছে। শুটিংয়ে তাকে পরিশ্রমী মনে হচ্ছে। আমার বিশ্বাস, মালাইকা দর্শকদের মন জয় করতে সক্ষম হবে।”

নাটকে অভিষেক হওয়ায় বেশ উচ্ছ্বসিত মালাইকা চৌধুরী। তিনি বলেন, “শুটিং করে ভালো লাগছে। আমার বড় বোনের গল্প ও রাজ ভাইয়ার নির্মাণ- দুইয়ের সম্মিলন ঘটবে জেনে এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। সহশিল্পী হিসেবে জোভান ভাই দারুণ সহযোগিতা করছেন আমাকে। দর্শকরা আমার অভিনয় দেখার পর কেমন প্রতিক্রিয়া জানান সেসব জানতে মুখিয়ে থাকবো।”

চলতি বছরেই ইউটিউবে সিনেমাওয়ালা চ‍্যানেল মুক্তি পাবে ‘প্রাণসখিয়া’।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত