Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুনীরের পদত্যাগ

এস এম মুনীর।
এস এম মুনীর।
[publishpress_authors_box]

দেশে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে অ্যাটর্নি জেনারেলের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীরও পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি বরাবর পদত্যাগের চিঠি তিনি অ্যাটর্নি জেনারেল অফিসে জমা দিয়েছেন বলে সকাল সন্ধ্যাকে জানিয়েছেন।

কী কারণে পদত্যাগ করলেন- জানতে চাইলে তিনি বলেন, “ব্যক্তিগত কারণে আমি পদত্যাগপত্র জমা দিয়েছি।”

২০২০ সালের ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগ দিয়েছিল সরকার।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর প্রশাসনে পদত্যাগের হিড়িক পড়েছে।

বুধবার অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনও পদত্যাগ করেন। এর আগে আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরসেদ পদত্যাগ করেছিলেন।

তিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের মধ্যে মেহেদী হাছান চৌধুরীর পদত্যাগের কোনও সংবাদ এখনও পাওয়া যায়নি।

শেখ সিরাজুল ইসলাম সিরাজসহ বেশ কয়েকজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলও পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত