Beta
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
Beta
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

১৯ বলেই ওমানকে হারাল ইংল্যান্ড

১১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন আদিল রশিদ। ছবি : ক্রিকইনফো
১১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন আদিল রশিদ। ছবি : ক্রিকইনফো
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল ইংল্যান্ডের। তারা বর্তমান টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন, অথচ জস বাটলারের দল আছে বিদায়ের শঙ্কায়। স্কটল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়াতেই সমস্যাটা হয়েছে তাদের। সুপার এইটে যেতে নিজেদের হাতে যা আছে, তা হলো ওমান ও নামিবিয়ার বিপক্ষে বড় জয়।

আজ ওমানকে উড়িয়ে দিয়ে সেই কাজটাই করল ইংল্যান্ড। ওমানকে তারা হারাল ৮ উইকেটে ১০১ বল বাকি থাকতে।  ১৯ বলেই ওমানের দেওয়া লক্ষ্যটা পেরিয়ে যায় ইংল্যান্ড। বিশ্বকাপে সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ড এটাই। শুরুতে ব্যাট করা ওমান অলআউট হয় মাত্র ৪৭ রানে। এটা তাদের টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের স্কোর।

আদিল রশিদ নেন ৪ ওভারে ১১ রানে ৪ উইকেট। এছাড়া সমান ৩টি করে উইকেট মার্ক উড ও জোফরা আর্চারের। দুজনই দিয়েছেন সমান ১২ রান। আর্চার-উডের গতি আর রশিদের লেগ স্পিনের কোনও জবাব ছিল না ওমানের কাছে। ম্যাচ সেরা হন আদিল রশিদ।

গ্রুপ ‘বি’তে সমান ৩ ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬, স্কটল্যান্ডের ৫, ইংল্যান্ডের ৩, নামিবিয়ার ২। ৪ ম্যাচে ওমানের কোনও পয়েন্ট নেই। আজকের বড় জয়ে রান রেট বেশ বাড়িয়ে নিয়েছে ইংল্যান্ড। স্কটল্যান্ডের রান রেট + ২.১৬৪ আর ইংল্যান্ডের +৩.০৮১। শেষ ম্যাচে স্কটল্যান্ড যদি অস্ট্রেলিয়ার কাছে হারে আর ইংল্যান্ড হারাতে পারে নামিবিয়াকে-তাহলেই সুপার এইটে চলে যাবেন বাটলাররা। রান রেটে এরই মধ্যে তারা পেছনে ফেলে দিয়েছে ওমানকে।

ওমানের ইনিংসে সবচেয়ে বেশি ১১ রান করেছেন শোয়েব খান। এছাড়া দুই অঙ্কের রানের কোটা পূরণ করতে পারেননি কেউ। পাওয়ার প্লেতেই তারা হারিয়ে বসে ২৫ রানে ৪ উইকেট। এর ২টি নেন আর্চার আর দুটি উড। এরপর ৪ উইকেট নিয়ে লেজটা ছেঁটে ফেলেন আদিল রশিদ।

নিজে ১২ রানে ৩ উইকেট নিলেও আদিল রশিদকে প্রশংসায় ভাসালের মার্ক উড, ‘‘ও একটা জাদুকর। বল করে জাদুর ঝাঁপি খুলে। রশিদের মতো একজনকে পাওয়াটা সৌভাগ্যের। আমরা অনেক উন্নতি করায় খুশি। আশা করছি ব্যাটাররা দ্রুত জয় এনে দিবে।’’

সেই জয়টা আসে ১০১ বল  ও ৮ উইকেট হাতে রেখে। ফিল সল্ট ৩ বলে ২ ছক্কায় আউট হন ১২ রানে। উইল জ্যাকস ৭ বলে করেন ৫। জস বাটলার অপরাজিত ছিলেন ৮ বলে ২৪ রানে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত