এডিএন টেলিকম লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।
ঢাকার লেকশোর হোটেলে বুধবার অনুষ্ঠিত এই সভা ছিল কোম্পানির প্রথম হাইব্রিড এজিএম। শেয়ারবাজারে তালিকাভুক্তির পর এই এজিএমে সরাসরি ও অনলাইনে অংশগ্রহণের সুযোগ ছিল।
সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ। এতে পরিচালকদের মধ্যে মো. মঈনুল ইসলাম, মো. মাহফুজ আলী সোহেল ও ওয়াকার আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
এছাড়া ছিলেন স্বাধীন পরিচালক মো. মারুফ, ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন। উপদেষ্টাদের মধ্যে ছিলেন মো. জিয়াউল হক খন্দকার ও শাহরিয়ার আকবর চৌধুরী এবং প্রধান অর্থ কর্মকর্তা মো. নাজিম উদ্দিন, এফসিএ।
সভাটি পরিচালনা করেন কোম্পানির সেক্রেটারি মো. মনির হোসেন। আর এতে স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন।
বার্ষিক এই সাধারণ সভায় কোম্পানির কার্যক্রম এবং ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়ে বিশদ আলোচনা হয়। সভায় চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কোম্পানির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
চেয়ারম্যান আসিফ মাহমুদ কোম্পানির উল্লেখযোগ্য মুনাফা বৃদ্ধির কথা তুলে ধরেন, যা আকর্ষণীয় নগদ লভ্যাংশ ঘোষণা করতে সহায়তা করেছে। তিনি এডিএন টেলিকমের ধারাবাহিক মুনাফার প্রতি আস্থা প্রকাশ করেন এবং ভবিষ্যতে শেয়ারহোল্ডারদের মূল্য বৃদ্ধির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সভায় শেয়ারহোল্ডার, অতিথি, শুভানুধ্যায়ী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি ও ভার্চুয়াল মাধ্যমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। শেয়ারহোল্ডাররা মূল্যবান পরামর্শ ও ইতিবাচক মতামত দেন। তারা কোম্পানির চলমান উদ্যোগ ও সামগ্রিক কার্যক্রমের প্রশংসা করেন।
শেয়ারহোল্ডাররা ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করেন। এছাড়া ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাবেরও অনুমোদন দেন।
সমাপনী বক্তব্যে কোম্পানি সেক্রেটারি মো. মনির হোসেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি শেয়ারহোল্ডার, অংশীদার, নিয়ন্ত্রক সংস্থা, শুভানুধ্যায়ী এবং অতিথিদের উচ্ছ্বসিত অংশগ্রহণ ও অকুণ্ঠ সমর্থনের প্রশংসা করেন।