পুঁজিবাজারে তালিকাভুক্ত এডিএন টেলিকম লিমিটেড গত হিসাববছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
২৪ অক্টোবর দুপুরে কোম্পানিটির পর্ষদসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সভায় কোম্পানিটির ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন দেওয়া হয়েছে।
কোম্পানিটির ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ ডিসেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে, যেখানে এই ঘোষিত লভ্যাংশ অনুমোদন দেওয়া হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।
সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩১ পয়সা, যা আগের হিসাববছরে ছিল ৪ টাকা।
গত হিসাববছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৩৫ পয়সা, যা আগের হিসাববছরে ছিল ৩০ টাকা ৫৪ পয়সা।
গত ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদপ্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৫ টাকা ৯৬ পয়সা, যা আগের হিসাববছরে ছিল ২ টাকা ৫৭ পয়সা।
ডিএসইতে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৪২ দশমিক ৮১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৯ দশমিক ৬৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী ১ দশমিক ৯৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগককারীদের কাছে রয়েছে ৩৫ দশমিক ৫১ শতাংশ।
সর্বশেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে এডিএন টেলিকমের শেয়ারের দাম দাঁড়ায় ৮৫ টাকা ১০ পয়সা, যা আগের দিন ছিল ৮৩ টাকা ৩০ পয়সা।
দেশের অর্থনৈতিক মন্দার প্রভাব রয়েছে পুঁজিবাজারেও। প্রায় চার মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইক্স। এই সূচক গত সপ্তাহে তার আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৪৩ পয়েন্ট হারিয়ে দাঁড়িয়েছে ৫১১৪ দশমিক ৫৯ পয়েন্টে।