Beta
মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

প্রাতিষ্ঠানিক সুশাসনের জন্য আইসিএসবি পুরস্কার পেল এডিএন টেলিকম

এডিএন টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন ও কোম্পানি সচিব মো. মনির হোসেন অন্তর্বর্তী সরকারের অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন।
এডিএন টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন ও কোম্পানি সচিব মো. মনির হোসেন অন্তর্বর্তী সরকারের অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন।
[publishpress_authors_box]

প্রাতিষ্ঠানিক সুশাসনের জন্য একাদশ আইসিএসবি জাতীয় পুরস্কারে রৌপ্য পদকে ভূষিত হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের প্রতিষ্ঠান এডিএন টেলিকম লিমিটেড।

শনিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।

এডিএন টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন ও কোম্পানি সচিব মো. মনির হোসেন অন্তর্বর্তী সরকারের অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।

মর্যাদাপূর্ণ এই পুরস্কার পাওয়ার পর প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই পুরস্কার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য প্রযোজ্য প্রাতিষ্ঠানিক সুশাসনের নীতি সমুন্নত রাখার ক্ষেত্রে এডিএন টেলিকমের অবিচল প্রতিশ্রুতির অনন্য স্বীকৃতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের টেলিযোগাযোগ খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এডিএন টেলিকম লিমিটেড বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ও সবচেয়ে গতিশীল অঞ্চলগুলোর একটিতে সফলতার সঙ্গে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রতিষ্ঠানটি একটি অতুলনীয় নেটওয়ার্কের পাশাপাশি উদ্ভাবনী ডিজিটাল পণ্য ও পরিষেবা প্রদান করে, যা আরও ডিজিটাল ও সংযুক্ত জীবনধারার পথে থাকা তাদের গ্রাহকদের জীবনকে সমৃদ্ধ করে যাচ্ছে।

একটি ক্রমবর্ধমান আন্তঃসংযুক্ত বিশ্বে এডিএন টেলিকম লিমিটেড টেলিযোগাযোগ শিল্পে উদ্ভাবন, নির্ভরযোগ্যতা ও দক্ষতার প্রতীক হিসেবে দাঁড়িয়েছে, বলা হয় বিজ্ঞপ্তিতে।

এতে আরও বলা হয়, ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদশ (আইসিএসবি) এক দশকের বেশি সময় ধরে করপোরেট গভর্ন্যান্স বা প্রাতিষ্ঠানিক সুশাসনের ক্ষেত্রে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর অসাধারণ কাজের স্বীকৃতি দিয়ে আসছে। এই পুরস্কার তালিকাভুক্ত কোম্পানিগুলোকে পরিপূর্ণ প্রাতিষ্ঠানিক সুশাসনের নীতিগুলো গ্রহণ করার ক্ষেত্রে উৎসাহ জোগায়।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইিস) করপোরেট গভর্ন্যান্সের নীতি মেনে চলার মাপকাঠির ভিত্তিতে এই পুরস্কারের জন্য বিজয়ীদের নির্বাচন হয়।

এডিএন টেলিকম লিমিটেড এর আগে ২০২২ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে দশম আইসিএসবি জাতীয় পুরস্কারে স্বর্ণ পদকে ভূষিত হয়েছিল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত