পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড ক্রেডিট রেটিং বা ঋণমানে স্থিতিশীল অবস্থানে রয়েছে।
কোম্পানিটির ২০২৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য বিবেচনায় এই ঋণমান নিরূপণ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
ঋণ পরিশোধের যোগ্যতা মূল্যায়নে এডিএন টেলিকমকে দীর্ঘমেয়াদে ‘এএ-’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’ হিসেবে বিবেচনা করছে ইসিআরএল। অর্থাৎ আর্থিক ঝুঁকি মোকাবেলায় বা ঋণ পরিশোধ করার ক্ষমতায় কোম্পানিটি স্থিতিশীল অবস্থানে রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে দেওয়া গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির মোট ৬ কোটি ৪৬ লাখ ৫১ হাজার ৬৬৬টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৪২ দশমিক ৮১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৯ দশমিক ৬৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী ১ দশমিক ৯৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগককারীদের কাছে রয়েছে ৩৫ দশমিক ৫১ শতাংশ।
ডিএসইতে মঙ্গলবার লেনদেন শেষে এডিএন টেলিকমের শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৯ টাকা ১০ পয়সা, যা আগের দিন ছিল ৮৯ টাকা।