শেষ হল নানা বিতর্ক ও সাংগঠনিক দ্বৈরথের মধ্য দিয়ে আয়োজিত হয় বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম-এর আয়োজিত ১৭ তম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব।
শুক্রবার শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে সমাপনী সমাপনী অনুষ্ঠানে ৩টি ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্রের ফলাফল ঘোষণা করা হয়। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এবারের শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের সেরা ফিকশন চলচ্চিত্র হিসেবে মনোনীত হয়েছে ফিলিস্তিনি পরিচালক তারিক রিমাউই এর অ্যানিমেশন ফিল্ম জ্যু।
সেরা নন- ফিকশন চলচ্চিত্র হিসেবে মনোনীত হয়েছে যুক্তরাষ্ট্রের পরিচালক শাকিব আসরার অ্যালিস ওয়েলকাম ।
সেরা বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে তারেক শাহরিয়ার বেস্ট ইন্ডিপেন্ডেন্ট শর্ট আওয়ার্ড পেয়েছে শক্তি বণিকের অন্তরীণ ।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী ওয়াকিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো.আশানুর রহমান, চিফ ইকোনমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার, সিটি ব্যাংক পিএলসি।
এবারের আসরে ১০১টি দেশের ২৭৬টি চলচ্চিত্র দেখানো হয়। উৎসবটি জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের ‘শহীদের’ প্রতি এবং শিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়। উৎসবের ‘কান্ট্রি ফোকাস’ হিসেবে নির্বাচন করা হয় ফিলিস্তিনকে।