দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মাথায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরানো হলো উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনকে। তার মতোই সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরীকে দেওয়া হয়েছে স্বরাষ্ট্রের দায়িত্ব। সাখাওয়াত এখন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।
শুক্রবার উপদেষ্টা পরিষদে নতুন চারজন যোগ হওয়ার পর দায়িত্ব পুনর্বণ্টন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, তাতে সাখাওয়াতের দপ্তর বদল হয়।
সীমান্ত রক্ষী বাহিনীর সাবেক মহাপরিচালক, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের সঙ্গে এদিন শপথ নিয়েছিলেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার এবং সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান।
এনিয়ে তৃতীয়বার অন্তর্বর্তীকালীন সরকারে আসা ওয়াহিদউদ্দিন মাহমুদকে দেওয়া হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। এই দুটি মন্ত্রণালয় এই কয়েকদিন ড. ইউনূসের কাছে ছিল।
২০০৭-০৮ সালের সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে বিদ্যুৎ বিভাগের সচিবের দায়িত্বে থাকা ফাওজুল কবির খানকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয় সামলানোর ভারও তার ওপর পড়েছে। এই তিনটি দপ্তরই এই কয়েকদিন প্রধান উপদেষ্টার হাতে ছিল।
ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের পুরোটা সময় মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালনকারী আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত রাখা হয়েছে।
গত ৮ আগস্ট ড. ইউনূস শপথ নেওয়ার পর আলী ইমাম মজুমদারকে বিশেষ সহকারী নিয়োগ দিয়েছিলেন। এখন তাকে আরও ওপরে তুলে উপদেষ্টা করে কার্যত একই দায়িত্বে রাখলেন।
বিএনপি-জামায়াত জোট সরকার আমলে বিডিআরের মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসা জাহাঙ্গীর আলমকে স্বরাষ্ট্রের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে।
৮ আগস্ট ড. ইউনূসের সঙ্গে শপথ নেওয়া সাবেক ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াতকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল।
তবে তারপর কয়েকটি বক্তব্যের জন্য সমালোচনার মুখে পড়েন তিনি, ক্ষমাও চাইতে হয় তাকে। সেই কারণেই কি সাবেক এই নির্বাচন কমিশনারের দপ্তর বদলেছে কি না, তার ব্যাখ্যা অবশ্য পাওয়া যায়নি।
২০০৭-০৮ সালের জরুরি অবস্থাকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় সাখাওয়াত নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন।
শুক্রবারের পুনর্বিন্যাসে সাখাওয়াতের পাশাপাশি পুরনো আরও সাতজন উপদেষ্টার দায়িত্বে কিছু হেরফের এসেছে। সাখাওয়াতের হাতে একটি থাকলেও অন্য সবারই দায়িত্বের আওতা বেড়েছে।
এরমধ্যে অর্থ উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে। বাণিজ্য একদিন ড. ইউনূসের হাতে ছিল।
আসিফ নজরুলকে এখন তিনটি মন্ত্রণালয় সামলাতে হবে। আইনের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।
আদিলুর রহমান খান শুভ্র শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি এখন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দেখভাল করবেন।
রিজওয়ানা হাসানের ক্ষেত্রে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি যোগ হয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজমকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে।
উপদেষ্টা পরিষদে থাকা বৈষম্যবিরোধী আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূইয়ার দায়িত্বও বেড়েছে।
নাহিদ ছিলেন ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে। এখন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ও তার হাতে তুলে দিয়েছেন ড. ইউনূস।
আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে এখন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন।
ছাত্র-জনতার আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে গত ৫ আগস্ট দেশ ছাড়ার পর ৮ আগস্ট নোবেলজয়ী ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।
সেদিন বঙ্গভবনে ড. ইউনূসসহ শপথ নিয়েছিলেন ১৪ জন। এরপর ১১ আগস্ট দুজন ও ১৩ আগস্ট একজন শপথ নেন।
নতুন চার জন শপথ নেওয়ায় ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে এখন উপদেষ্টার সংখ্যা দাঁড়াল ২১ জনে।
শুক্রবার দপ্তর পুনর্বণ্টনের পর প্রধান উপদেষ্টা ড. ইউনূসের হাতে এখন রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগ।
বাকি উপদেষ্টাদের মধ্যে এ এফ হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়; শারমিন এস মুরশিদ সমাজকল্যাণ মন্ত্রণালয়, সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়; বিধান রঞ্জন রায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আ ফ ম খালিদ হোসেন ধর্ম মন্ত্রণালয়, ফরিদা আখতার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নুরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে থাকছেন।