মেক্সিকোতে বিমানের জরুরি নির্গমন দরজা খুলে ডানার ওপর হাঁটায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির রাজধানী মেক্সিকো সিটির আন্তর্জাতিক বিমানবন্দরে গত বৃহস্পতিবার এমনটা ঘটেছে।
বিবিসি জানায়, গুয়াতেমালা সিটিগামী অ্যারোমেক্সিকো এয়ারলাইনসের বিমানটি ছাড়ার নির্ধারিত সময়ের তিন ঘন্টা পরেও যাত্রা করছিল না। যাত্রীরা সেখানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও পানি ছাড়াই আটকে ছিল।
দীর্ঘ সময় আটকে থাকায় বিমানে শ্বাস-প্রশ্বাসের জন্য বিশুদ্ধ বাতাসের ঘাটতি দেখা দেয়। তখনই বিমানটির জরুরি নির্গমন দরজা (ইমার্জেন্সি এক্সিট) খুলে বেরিয়ে আসেন এক যাত্রী। ডানার ওপর হাঁটাহাঁটি করে আবার ফিরে যান ভেতরে।
এ বিষয়ে মেক্সিকো আন্তর্জাতিক বিমানবন্দর বলেছে, ওই যাত্রীর কর্মকাণ্ডে কোনো ক্ষতি হয়নি। তবে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিমানটির সহযাত্রীরা অবশ্য বলছেন ভিন্ন কথা। খামখেয়ালীর বশে নয় বরং যাত্রীদের সাহায্যে তিনি একাজ করেছেন। সেখানে থাকা যাত্রীদের অন্তত ৭৭ জন যৌথ বিবৃতি লিখেছেন।
এতে তারা জানান, ওই ব্যক্তির একাজ করার প্রতি সবার সমর্থন ছিল। শ্বাস-প্রশ্বাসের জন্য বিমানে বিশুদ্ধ বাতাসের ঘাটতি দেখা দেয়। সেখানে পানিও ছিল না। এমন পরিস্থিতিতে অন্য যাত্রীদের সাহায্য করতেই ওই ব্যক্তি জরুরি নির্গমনের দরজা খোলেন।
বিমানের ভেতরে ধারণ করা একটি ভিডিও থেকে তাদের বক্তব্যের সত্যতা পাওয়া গেছে। এতে দেখা যায়, যাত্রীরা নিজেদের বাতাস করছেন এবং ক্রুদের কাছে পানি চাইছেন।
তবে আটককৃত ওই ব্যক্তি এখনও পুলিশের হেফাজতে আছেন নাকি, তার বিরুদ্ধে কোনও অভিযোগ আনা হয়েছে, তা জানা যায়নি।
এদিকে বিমান ছাড়তে দেরি হওয়ার বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষও স্বীকার করেছে। তারা জানায়, বিমানটির সকাল পৌনে ৯টায় ছাড়ার কথা থাকলেও রক্ষণাবেক্ষণের জন্য দেরি হয়।