Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

মুন্সীগঞ্জে হত্যা মামলায় আসামি শেখ হাসিনাসহ ৩১৩ জন

ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনার সরকারের।
ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনার সরকারের।
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

মুন্সীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ৩১৩ নেতাকর্মীর নামে হত্যা মামলা করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মুন্সীগঞ্জে গুলিতে নিহত ডিপজল সরদারের নানী শেফালী বেগম বৃহস্পতিবার সন্ধ্যায় বাদী হয়ে মামলা করেন বলে জেলা সদর থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে ৩১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।

আসামিদের তালিকায় শেখ হাসিনা ছাড়াও আছেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাবেক সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আনিছউজ্জামা।

এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট চত্বর এলাকায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ডিপজল সরদারকে গুলি করে জেলা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর। পরে মামলার অন্য আসামিরা তাকে কুপিয়ে, পিটিয়ে গুরুতর জখম করে।

পাশাপাশি সেদিন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা করে। একপর্যায়ে ছাত্র-জনতাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে সুপার মার্কেট চত্বর ত্যাগ করে তারা। বাসস।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত