Beta
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

ভারতে প্রথমবার কোনও বল ছাড়া শেষ হলো টেস্ট

আফগানিস্তান-নিউজিল্যান্ডের একমাত্র টেস্ট ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ছবি: এক্স
আফগানিস্তান-নিউজিল্যান্ডের একমাত্র টেস্ট ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ছবি: এক্স
[publishpress_authors_box]

আন্তর্জাতিক ক্রিকেটে দেশের মাটিতে খেলার সুযোগ নেই আফগানিস্তানের। নিরাপত্তা শঙ্কায় অন্য দেশের ভেন্যুকে ‘ঘর’ বানিয়ে খেলতে হচ্ছে তাদের। সেই ঘরের একটি হলো গ্রেটার নয়ডা। ভারতের এই ভেন্যুতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে মুখোমুখি হয়েছিল আফগানরা। কিন্তু লাল বলের লড়াইয়ে নামতে আর পারল কই!

গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডের টেস্ট ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। টানা চার দিন চেষ্টার পরও ম্যাচ শুরু করা যায়নি। পঞ্চম দিনের সকালেও বৃষ্টি থাকায় দিনের শুরুতেই ম্যাচ পরিত্যক্তের ঘোষণা এসেছে।

বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্টে একটা বলও হয়নি। এমনটি টসও করা যায়নি। ভারতের মাটিতে হওয়া কোনও টেস্ট প্রথমবার এমন ঘটনার সাক্ষী হলো।

১৯৩৩ সালে প্রথমবার টেস্ট ম্যাচ হয়েছিল ভারতে। সেই হিসাবে গত ৯১ বছরে ভারতের মাটিতে কোনও বল ছাড়া টেস্ট ম্যাচ শেষ হয়নি। এবার আফগানিস্তান-নিউজিল্যান্ডের একমাত্র টেস্ট দিয়ে রেকর্ডের বই নতুন করে লেখা হলো।

এশিয়া অঞ্চলে কোনও বল ছাড়া টেস্ট ম্যাচ শেষ হওয়ার দ্বিতীয় ঘটনা এটি। এর আগে ১৯৯৮ সালে ফয়সালাবাদে পাকিস্তান-জিম্বাবুয়ে টেস্ট শেষ হয়েছিল একইভাবে। আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের আগে ওটাই ছিল কোনও বল ছাড়া শেষ হওয়া সর্বশেষ টেস্ট ম্যাচ। সব মিলিয়ে টেস্ট ইতিহাসে অষ্টমবার ঘটল এমন ঘটনা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত