আবারও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল করল ক্রিকেট অস্ট্রেলিয়া। আইসিসির ফিউচুর ট্যুরের অংশ হিসেবে এ বছরের আগস্টে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। রশিদ খান-মোহাম্মদ নবিদের বিপক্ষে সিরিজটি হওয়ার কথা ছিল আরব আমিরাতে।
আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে সেই সিরিজ না খেলার কথা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত তিন বছরে তিনবার রশিদ খানদের সঙ্গে খেলতে অস্বীকৃতি জানাল তারা। কারণ নারীর মানবাধিকার হরণের অভিযোগ।
An update to our Aussie men's team schedule ⬇️
— Cricket Australia (@CricketAus) March 19, 2024
CA will continue its commitment to the participation of women and girls cricket around the world and will work closely with the ICC and the Afghanistan Cricket Board to resume bilateral matches in the future. pic.twitter.com/OIO5PLjle5
আইসিসির পূর্ণ সদস্য থাকা দেশগুলির মধ্যে কেবল আফগানিস্তানেরই নারী ক্রিকেট দল নেই। ২০২১ সালের আগস্টে তালেবানরা আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকে মেয়েদের ক্রিকেট খেলা বন্ধ করে দিয়েছে।
ক্রিকেট ও ক্রীড়াঙ্গনের পাশাপাশি অনেক কিছুতেই কেড়ে নেওয়া হয়েছে মেয়েদের অধিকার। এরই প্রতিবাদে আফগানদের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে অনীহা অস্ট্রেলিয়ার।
২০২১ সালের নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি বাতিল করে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত বছর আফগানিস্তানের সঙ্গে খেলেনি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এবার বাতিল করল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও।