ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত সময় কাটাচ্ছেন সেদিকউল্লাহ অটল। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষেই খেলেছেন অপরাজিত ৯৫ রানের ইনিংস। যে ইনিংসটি আফগানিস্তান ‘এ’ দলকে তুলে দিয়েছে ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে। সাম্প্রতিক পারফরম্যান্সের পুরস্কার পেতে দেরি হলো না অটলের। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে আফগানিস্তান জাতীয় দলে ডাক পড়েছে বাঁহাতি ওপেনারের।
আগামী নভেম্বরে শারজায় বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে খেলবে আফগানিস্তান। এই সিরিজ দিয়ে প্রথমবার আফগানদের ওয়ানডে দলে সুযোগ পেলেন অটল। অভিষেকের অপেক্ষায় থাকা তার সিরিজ দিয়ে আফগানিস্তান দলে ফিরেছেন স্পিনার নুর আহমেদ।
আন্তর্জাতিক ক্রিকেটে ছয়টি টি-টোয়েন্টি খেলেছেন অটল। পারফরম্যান্স আহামরি নয়। তবে সাম্প্রতিক সময়ে কুড়ি ওভারের ক্রিকেটে স্বপ্নের মতো সময় কাটছে তার। সবশেষ তিনটি ইনিংস এমন- ৫২, ৯৫* ও ৮৩। ইমার্জিং এশিয়া কাপের এই তিন ইনিংসই ওয়ানডে দলে সুযোগ পাইয়ে দিয়েছে তাকে।
গত সেপ্টেম্বরে ইতিহাস লিখেছে আফগানিস্তান। প্রথমবার দক্ষিণ আফ্রিকাকে হারানোর মুহূর্তেই শুধু আটকে থাকেনি, প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জয়ের কীর্তিও গড়ে। সেই শারজাতেই বাংলাদেশের মুখোমুখি হচ্ছে আফগানরা। দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলা স্কোয়াডের সঙ্গে বাড়তি দুজন হিসেবে অটল ও নুরকে যোগ করেছে তারা।
ক্যারিয়ার প্রিমিয়ার লিগে (সিপিএল) চমৎকার পারফরম্যান্স উপহার দিয়ে আফগানিস্তান দলে ফিরেছেন নুর। এবারের সিপিএলে সর্বোচ্চ ২২ উইকেট নিয়ে এই বাঁহাতি রিস্ট স্পিনার জিতেছেন টুর্নামেন্টসেরার পুরস্কার।
তবে বাংলাদেশের বিপক্ষে খেলা হচ্ছে না ইব্রাহিম জাদরান ও মুজিব উর রহমানের। অ্যাঙ্কেলের অস্ত্রোপচারে পর পুনর্বাসন চলছে ইব্রাহিমের। আর হাতের চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন মুজিব।
শারজায় ৬ নভেম্বর শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তানের ওয়ানডে সিরিজের লড়াই। পরের দুটি ওয়ানডে ৯ ও ১১ নভেম্বর।
আফগানিস্তান স্কোয়াড: হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইকরাম আলিখিল (উইকেটকিপার), আব্দুল মালিক, রিয়াজ হাসান, সেদিকউল্লাহ অটল, দারউইশ রসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, নাঙ্গিয়াল খারোটি, আল্লাহ মোহাম্মদ গাজানফার, নুর আহমেদ, ফজলহক ফারুকী, বিলাল সামি, নাভিদ জাদরান, ফরিদ আহমেদ।