Beta
শনিবার, ২২ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ২২ মার্চ, ২০২৫

আফগানিস্তান ক্রিকেটের নতুন তারা সিদ্দিকুল্লাহ

sedi1
[publishpress_authors_box]

অমিত সম্ভাবনা নিয়ে আফগানিস্তান ক্রিকেটে আবির্ভাব সিদ্দিকুল্লাহ অটলের। ২৩ বছরের এই তরুণ অবশ্য মেলে ধরতে পারছিলেন না নিজেকে। ৪ ওয়ানডেতে ৭৪ আর ৯ টি-টোয়েন্টিতে করেছিলেন ৯৬ রান।

নিজেকে প্রমাণে সিদ্দিকুল্লাহকে পাঠানো হয় ইমার্জিং এশিয়া কাপে। আফগানদের চ্যাম্পিয়ন করার পথে টুর্নামেন্টে সর্বোচ্চ রান করেছিলেন তিনিই, তাও ‘ব্র্যাডম্যানীয়’ ১২২.৬৬ গড়ে! ৫ ম্যাচে ৫ ফিফটিসহ করেন ৩৬৮, স্ট্রাইক রেট ১৪৭.৭৯।

এমন সাফল্যে আবারও জাতীয় দলে ফেরেন সিদ্দিকুল্লাহ অটল। ইমার্জিং এশিয়া কাপের ছন্দটা ধরে রাখলেন জাতীয় দলেও। আজ (বৃহস্পতিবার) হারারেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে করলেন সেঞ্চুরি। ক্রিকেটের যে কোন ফরম্যাটে এটাই প্রথম সেঞ্চুরি তার।

১২৮ বলে ৮ বাউন্ডারি ৪ ছক্কায় ১০৪ রান করেন সিদ্দিকুল্লাহ। আব্দুল মালিকের সঙ্গে ওপেনিংয়ে গড়েছিলেন ১৯১ রানের জুটি। মালিক ফেরেন ৮৪ রানে। ৩৫তম ওভারে এই জুটি ভাঙার পর অবশ্য স্কোরটা বড় হয়নি আফগানিস্তানের। ৬ উইকেটে ২৮৬ রানে থামে তারা। শেষ দিকে অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি অপরাজিত ছিলেন ৩০ বলে ২৯ রানে। নিউম্যান ন্যামহুরি ৫৩ রানে ৩ উইকেট।

জবাবে ৫৪ রানে অলআউট হয়ে জিম্বাবুয়ে হেরেছে ২৩২ রানের বড় ব্যবধানে। গজনফর ও নাভিদ জাদরান ৩টি করে আর ফজলহক ফারুকি নিয়েছেন ২ উইকেট। তিন ম্যাচের সিরিজের প্রথমটি পরিত্যক্ত হয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচ জেতায় আফগানরা সিরিজে এগিয়ে ১-০’তে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত