আকরাম আফিফের হ্যাটট্রিকের সুবাদে এশিয়া কাপ ফুটবলের শিরোপা ধরে রেখেছে কাতার। রবিবার রাতে ফাইনালে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে স্বাগতিকেরা। কাতারের ৩টি গোলই হয়েছে পেনাল্টি থেকে!
এই জয়ে দক্ষিণ কোরিয়া, ইরান, সৌদি আরব ও জাপানের পর পঞ্চম দল হিসেবে টানা দুই আসরে এশিয়ান কাপ জয়ের নজির গড়লো কাতার।
ম্যাচ শুরুর আগে কাতারের লুসাইল স্টেডিয়ামের ভরা গ্যালারির সামনে এশিয়া কাপের ট্রফি তুলে ধরেন ইরাকের কিংবদন্তি ফুটবলার ও সাবেক অধিনায়ক ইউনুস মাহমুদ।
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে রূপকথার ফাইনালে ওঠা জর্ডান যদিও আসল সময়েই জ্বলে উঠতে পারেনি। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে কাতার। ম্যাচের ২২ মিনিটে প্রথম গোলটি করেন আফিফ।
খেলা শুরুর প্রথম দশ মিনিটে জর্ডান গোলমুখে তিনটি শট নেয় কাতার। তিনটিই ছিল আফিফের। একের পর এক আক্রমণের ধারাতে ২১ মিনিটে জর্ডান ডিফেন্ডার আবদুল্লাহ নাসিব ফাউল করেন বক্সের মধ্যে। এতে পেনাল্টি পায় কাতার। ঠান্ডা মাথায় সুযোগ কাজে লাগিয়ে কাতারকে এগিয়ে নেন আফিফ। ১ গোলে লিডে থেকে বিরতিতে যায় আরব দেশটি।
গোল শোধে মরিয়া জর্ডান এরপর একের পর এক আক্রমণ শানাতে থাকে। ৬৭ মিনিটে ইয়াজান আল নিয়ামতের গোলটি সেই আক্রমণেরই ফল (১-১)। অবশ্য সেই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জর্ডান। ৭৩ মিনিটে আবারও পেনাল্টি পায় কাতার। এবারও গোল করেন আফিফ (২-১)। আর ম্যাচের যোগ হওয়া সময়ে আরেকবার পেনাল্টি পেল কাতার।
হ্যাটট্রিকের সুযোগ মোটেও হাতছাড়া করেননি আফিফ। পেনাল্টি থেকে গোল করেই উল্লাসে ফেটে পড়েন তিনি (৩-১)। এর কিছুক্ষণ পরই বেজে ওঠে রেফারির শেষ বাঁশি।