একেই বলে নিয়তি। একটা সময় একসঙ্গে পাকিস্তানের জার্সিতে আগুন ঝরাতেন মোহাম্মদ আমির ও শাহীন শাহ আফ্রিদি। আমির স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানোয় ভাঙে জুটিটা। দুই বাঁ-হাতি পেসারের একসঙ্গে আবারও পাকিস্তানের হয়ে খেলাটা হয়ে যায় অসম্ভব ব্যাপার।
জাতীয় দলের হয়ে না হোক, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সেটা অলীক কল্পনা নয়। এটা ঘটল আরব আমিরাতের আইলিগ টি২০’এ। বুধবার দুবাইয়ে দুজন খেললেন ডেজার্ট ভাইপার্সের হয়ে। ১২৪২ দিন পর ক্রিকেট আবারও দেখল দুই বাঁ-হাতির জাদু।
সর্বশেষ ২০২০ সালের ৩০ আগস্ট ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন দুজন। সেই ম্যাচে ১৯৫ রান করেও হেরে যায় পাকিস্তান।
আইলিগে অবশ্য এই দুজনের আগুনে বোলিংয়ে গালফ জায়ান্টের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে ডেজার্ট ভাইপার্স। ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন আফ্রিদি। মোহাম্মদ আমির ২৭ রানে নেন ১ উইকেট। দুই বাঁ-হাতির ৪ উইকেটে ১৬০ রানে থামে গালফ জায়ান্ট। ৮ বল বাকি থাকতে সহজ জয় পায় ডেজার্ট।