Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

ভিয়েতনামে সেরা পুরস্কার জিতল আফসানা মিমির সিনেমা

আফসানা মিমি, হানিফ-হ্যানয় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল
হ্যানয়ের হো গুওম থিয়েটারের সমাপনী আসরে দেশের মোট ৮টি প্রজেক্টের মধ্যে সেরার পুরস্কার জিতে নেয় মিমির ফিল্ম প্রজেক্ট ‘রেড লাইটস্ ব্লু অ্যাঞ্জেলস’
[publishpress_authors_box]


অভিনেত্রী ও পরিচালক আফসানা মিমির সিনেমা ভিয়েতনামের ৭ম হানিফ-হ্যানয় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ফিল্ম প্রজেক্ট বিভাগে সেরা পুরস্কার জিতে নিয়েছে।

পাঁচ দিনব্যাপী উৎসবের পর্দা নেমেছে সোমবার। হ্যানয়ের হো গুওম থিয়েটারের সমাপনী আসরে দেশের মোট ৮টি প্রজেক্টের মধ্যে সেরার পুরস্কার জিতে নেয় মিমির ফিল্ম প্রজেক্ট ‘রেড লাইটস্ ব্লু অ্যাঞ্জেলস’।

মিমির প্রজেক্টটির বাংলা নাম ‘লাল বাতির নীল পরীরা’। এর চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন মিমি এবং ছবির প্রযোজক তানভীর হোসেন।

এই বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ‘ওয়েস্ট মিট ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব’–এর প্রথম পুরস্কার জিতে নেয় আফসানা মিমির এই প্রজেক্ট।

মাঝখানে বেশ কিছুদিন দেখা না গেলেও আবারও নিয়মিত করছেন আফসানা মিমি।

পাশাপাশি নির্মাণেও মনযোগী তিনি। তার সর্বশেষ ওয়েব ফিল্ম ‘অব দ্য মার্ক’ দেখা যাচ্ছে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত