Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

ভারতের পর এবার চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
[publishpress_authors_box]

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর ফলপ্রসূ হবে, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন সফররত চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও। এই সফরের জন্য বেইজিং আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে বলেও জানান তিনি।

সোমবার দুপুরে ঢাকার একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দেখা করে এসব কথা বলেন লিউ জিয়ানচাও।

জুলাই মাসে প্রধানমন্ত্রীর এই চীন সফরের কথা রয়েছে। ৮ থেকে ১১ জুলাইয়ের মধ্যে যেকোনো দিন তিনি চীন সফরে যাবেন বলে পরে এক ব্রিফিংয়ে জানান পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে গত ২১ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৯ জুনও মোদীর শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে চীনা মন্ত্রী বলেন, “আমি মনে করি বাংলাদেশের প্রধানমন্ত্রীর আগামী চীন সফর খুবই ফলপ্রসূ হবে। শেখ হাসিনার এই সফরের প্রতি আমরা উন্মুখ হয়ে অপেক্ষা করছি।”

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সফর নিয়ে চীনের প্রত্যাশা অনেক। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সরকার ও সরকারের সংস্থাগুলো ভবিষ্যতের জন্য সহযোগিতার নতুন পরিকল্পনা করবে।

বাংলাদেশে পণ্য উৎপাদন, বিনিয়োগ বৃদ্ধি ও অবকাঠামো নির্মাণে চীন আরও সহযোগিতা দিতে প্রস্তুত বলেও জানান তিনি।

লিউ জিয়ানচাওয়ের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলাদেশের বড় উন্নয়ন সহযোগী চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে রপ্তানি বৃদ্ধি, ওষুধ, সিরামিক, চামড়াজাত পণ্য রপ্তানির ক্ষেত্র প্রসার, চীনের বিনিয়োগ বৃদ্ধি ও অবকাঠামো নির্মাণ সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি দেশে আশ্রিত প্রায় ১৩ লাখ রোহিঙ্গার নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনে চীনের কার্যকর ভূমিকা বৃদ্ধির জন্য আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত