Beta
বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

সাবেক ইসি সচিব হেলালুদ্দীন কারাগারে

হেলালুদ্দীন আহমদ। ফাইল ছবি
হেলালুদ্দীন আহমদ। ফাইল ছবি
[publishpress_authors_box]

বিএনপি কর্মী মকবুল হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমেদকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

চার দিনের রিমান্ড শেষে মঙ্গলবার তাকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল হাচান।

আসামির আইনজীবীরা তার জামিন চেয়ে শুনানি করেন, আর রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৩ অক্টোবর চট্টগ্রাম নগরীর খুলশী থানার তুলাতলী এলাকা থেকে সচিব হেলালুদ্দীন আহমেদকে গ্রেপ্তার করা হয়। ২৫ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়। কার্যালয় ভাঙচুর করে কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

অবসরে যাওয়ার আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন হেলালুদ্দীন। ২০১৮ সালে একাদশ জাতীয় নির্বাচনের সময় তিনি নির্বাচন কমিশন সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরে যাওয়ার পর তাকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক ছিলেন হেলালুদ্দীন। তার বিরুদ্ধে চট্টগ্রাম ও ঢাকায় একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত