শহীদ আফ্রিদিকে ডাকা হতো ‘বুম বুম’ আফ্রিদি। নিজের স্বর্ণালী দিন ফেলে আসা পাকিস্তানের সাবেক এই অধিনায়ক এখন ক্রিকেট বিশেষজ্ঞ। তার জামাই শাহীন শাহ আফ্রিদি পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক। সময়ের অন্যতম সেরা পেসারও।
আইএল টি-২০’এ বুধবার রাতে মুম্বাই এমিরাটসের বিপক্ষে ডেজার্ট ভাইপার্সকে দুর্দান্ত জয় এনে দিয়েছেন শাহীন। শেষ বলে ডেজার্টের দরকার ছিল ৩ রান। ট্রেন্ট বোল্টের বলে করা ড্রাইভ, ব্যাকওয়ার্ড পয়েন্টে পাঠিয়ে দৌড়ে ৩ রানই নেন শাহীন। এরপর তার উচ্ছ্বাস ছিল বাঁধনহারা।
জামাইয়ের কৃতিত্বের পরদিন জ্বলে উঠলেন শ্বশুর আফ্রিদিও। এসপিএলে (সিন্ধ প্রিমিয়ার লিগ) বেনজিরাবাদের হয়ে টাইগার্সের বিপক্ষে করেছেন ৩২ বলে ফিফটি।
এতে ছক্কা ছিল ৪টি। বয়স ৪৭ বছর ছুঁই ছুঁই হলেও আফ্রিদি আছেন আগের মতই।