শনিবার (২৪ আগস্ট) সকালে বিসিবি বরাবর আইনি নোটিশ পাঠানো হয়েছে। এতে হত্যা মামলায় নাম জড়ানো সাকিব আল হাসানকে তদন্তের স্বার্থে জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে বলা হয়। বিসিবি অবশ্য এখনই কোনও পদক্ষেপ নিচ্ছে না। রাওয়ালপিন্ডি টেস্ট শেষে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলছে বাংলাদেশ। শনিবার ছিল চতুর্থ দিন। চলমান এই টেস্টের মাঝে সাকিবকে নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে চাইছে না বিসিবি।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম আইনজীবী রাফিনুর রহমানের পক্ষে বিসিবি বরাবর ওই নোটিশ পাঠান। যদিও বিসিবির নতুন সভাপতি ফারুকের দাবি , তারা কোনও নোটিশ পাননি।
শনিবার দুপুরে বৈঠকে বসেছিলেন ফারুকসহ বিসিবির কয়েকজন। ওই বৈঠক শেষে বিসিবি সভাপতি বলেছেন, “(সাকিবের নামে) একটা মামলা হয়েছে। লিগ্যাল নোটিশটা আমরা পাইনি এখনও। ওটার ব্যাপারে বলতে পারব না। মামলাটা এফআইআর হয়েছে, এফআইআরের পরে তদন্ত হবে। তারপরে একটা দিকে যাবে মামলাটা।”
সাকিবের ব্যাপারে কোনও পদক্ষেপ নেওয়া হবে কিনা- এমন প্রশ্নে ফারুকের বক্তব্য, “এই মুহূর্তে যেহেতু টেস্ট ম্যাচ চলছে, কালকে (২৫ আগস্ট) টেস্টের পঞ্চম দিন। এখন আমরা কোনও পদক্ষেপ নেওয়ার চিন্তা করিনি। মনে করেছি- ম্যাচ শেষ হলে বসে আমরা একটা সিদ্ধান্ত নেবো।”
এই মুহূর্তে পাকিস্তানে টেস্ট খেলতে ব্যস্ত সাকিব আল হাসান। এদিকে দেশে হত্যা মামলায় নাম জড়িয়েছে তার। এই মামলার তদন্তের স্বার্থে তাকে জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম।
গত ৫ আগস্ট আদাবরে পোশাক কারখানার কর্মী মো. রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলাম হত্যা মামলা দায়ের করেছেন। এই মামলায় আসামি করা হয়েছে সাকিবকে। হত্যা মামলায় নাম আসা একজন ক্রিকেটার জাতীয় দলের প্রতিনিধিত্ব করায় দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে জানানো হয়েছে নোটিশে।
কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের দাবিতে সংঘর্ষ চলাকালে ৫ আগস্ট পোশাক কারখানার কর্মী রুবেল গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাকিব ছাড়াও এই মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আরও ১৫৬ জনকে। মামলায় অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে। ঢাকা–১০ আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদকে ৫৫ নম্বর আসামি করা হয়েছে। ৫ আগস্ট পেটে ও পিঠে গুলিবিদ্ধ রুবেল দুইদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।