Beta
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
Beta
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

ডেঙ্গু : একদিনে ভর্তি ১৩১২ রোগী

ডেঙ্গু
রাজধানীর কামরাঙ্গীরচর ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এক ডেঙ্গু রোগী। ফাইল ছবি।
[publishpress_authors_box]

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে একদিনে ফের সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ছয় জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে এক হাজার ৩১২ জন। যা চলতি বছরের মধ্যে সর্বাধিক।

এর আগে গত ২০ অক্টোবর একদিনে এক হাজার ২৯৮ জন ভর্তির কথা জানিয়েছিল অধিদপ্তর। আজকের আগে সেটাই ছিল সর্বোচ্চ সংখ্যক ভর্তি রোগী।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া এক হাজার ৩১২ জনকে নিয়ে চলতি বছরে সরকারি হিসেবে রোগীর সংখ্যা দাঁড়াল ৫৯ হাজার ৪২০ জনে। আর মারা যাওয়া ছয় জনকে নিয়ে এ বছর মোট মৃত্যু হলো ২৮৬ জনের।

সবশেষ ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৩২২ জন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা। বাকিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির ১৮১ জন, ঢাকা বিভাগের ২৪৬ জন, চট্টগ্রাম বিভাগের ১৮৯ জন, খুলনা বিভাগের ১৬৯ জন, বরিশাল বিভাগের ১১৮ জন, রাজশাহী বিভাগের ৪০ জন, ময়মনসিংহ বিভাগের ২৮ জন, রংপুর বিভাগের ১৭ জন এবং সিলেট বিভাগের দু’জন।

মৃতদের মধ্যে চট্টগ্রাম বিভাগ আর ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা দুজন করে, একজন উত্তর সিটির আর একজন বরিশাল বিভাগের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত