এখনও উন্মাদনা শেষ হয়নি ‘টুয়েলভথ ফেইল’ ঘিরে। বিধু বিনোদ চোপড়া পরিচালিত এই সিনেমা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড-এ জিতেছে একাধিক পুরস্কার। এর রেশ থাকতেই বিধু বিনোদের ছেলে অগ্নি চোপড়া নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্রিকেটে।
রঞ্জি ট্রফিতে নিজের অভিষেক ম্যাচে সেঞ্চুরি করেছিলেন অগ্নি। মিজোরামের হয়ে খেলা অগ্নি সিকিমের বিপক্ষে প্রথম ইনিংসে ১৬৬ রানের পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৯২। তখন থেকেই সেঞ্চুরির নেশা পেয়ে বসেছে যেন।
Agni Chopra is the FIRST ever player to score century in each of his first 4 first-class matches of career.
— Kausthub Gudipati (@kaustats) January 30, 2024
He plays for Mizoram.
His scores so far:-
(166, 92) vs Sikkim
(166, 15) vs Nagaland
(114, 10) vs Arunachal
(105, 101) vs Meghalaya#RanjiTrophy pic.twitter.com/nEhueBPzSg
অভিষেক থেকে টানা চার ম্যাচের প্রথম ইনিংসে টানা চারা সেঞ্চুরি করেছেন অগ্নি। দ্বিতীয় ইনিংস হিসেব করলে চার ম্যাচে সেঞ্চুরি মোট ৫টি। ক্রিকেট ইতিহাসে এমন নজির নেই আর কোন ব্যাটারের।
তার চার ম্যাচের আটটি ইনিংস এরকম ১৬৬ ও ৯২ (সিকিম), ১৬৬ ও ১৫ (নাগাল্যান্ড), ১১৪ ও ১০ (অরুণাচল), ১০৫ ও ১০১ (মেঘালয়)।
অগ্নির মা অনুপমা চোপড়া ছেলের এই অর্জন নিয়ে পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’এ। লিখেছেন ‘গর্বিত মা’।