Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

অগ্রণীর পর্ষদ থেকে বাদ পড়লেন কাশেম ও লাবলু

kasem-humayan
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়েছেন সাংবাদিক কাশেম হুমায়ুন। পর্ষদ থেকে বাদ পড়েছেন কে এম এন মঞ্জুরুল হক লাবলুও।

মঙ্গলবার অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তাদের নিয়োগ বাতিল করে আদেশ জারি করা হয়।

দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুনকে ২০১৬ সালের সেপ্টেম্বরে প্রথম দফায় তিন বছরের জন্য অগ্রণী ব্যাংকের পরিচালক নিয়োগ দিয়েছিল সরকার। পরবর্তীকালে তার নিয়োগের মেয়াদ বাড়ানো হয়। অগ্রণী ব্যাংকের পরিচালক হওয়ার আগে তিনি সোনালী ব্যাংকের পর্ষদেও পরিচালকের দায়িত্ব পালন করেন।

কে এম এন মঞ্জুরুল হক লাবলু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্র সংসদের প্রথম নির্বাচিত ভিপি। ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ পান সাবেক এই ছাত্রলীগ নেতা।

এর আগে ব্যাংকটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন জায়েদ বখত। তার আবেদন গৃহীত হওয়ায় অগ্রণী ব্যাংক পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদকে।

গত ৩ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে চেয়ারম্যান নিয়োগের বিষয়টি জানানো হয়। নাসের বখতিয়ার ২০০৪-১০ পর্যন্ত একই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত