Beta
রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

বৈরী আবহাওয়ায় চট্টগ্রামে ফ্লাইট এলোমেলো

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট উঠানামা বিলম্ব হয়।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট উঠানামা বিলম্ব হয়।
[publishpress_authors_box]

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট উঠানামা এলোমেলো হওয়ায় ভুগতে হয়েছে যাত্রীদের।

শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের ১১টি ফ্লাইটকে যাত্রী নিয়ে ৪৫ মিনিট থেকে দেড় ঘণ্টা দেরিতে উঠানামা করতে হয়েছে।  

শুক্রবার সকাল থেকেই চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৈরী আবহাওয়া লক্ষ করা গেছে। থেমে থেমে বৃষ্টি হয়। বইতে থাকে দমকা হাওয়া। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সেই ধারাবাহিকতা অব্যাহত ছিল।

এতে সাগরে জাহাজ চলাচলে বিপর্যয় দেখা দেয়। তেমনি আকাশপথে উড়োজাহাজ চলাচলও বিঘ্ন ঘটে।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, শনিবার সকালে প্রথম ফ্লাইটটি আসে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে। বাংলাদেশ বিমানের এই ফ্লাইটটি ৭টায় অবতরণের কথা থাকলেও নামে আধা ঘণ্টা দেরিতে সকাল সাড়ে ৭টায়। সেই ফ্লাইটটি যাত্রী নামিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় ছাড়ার কথা ছিল ৮টায়। কিন্তু দেরিতে আসার কারণে ছাড়ে ৮টা ৪০ মিনিটে।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইটটি চট্টগ্রাম নামে দেড় ঘণ্টা দেরিতে, সকাল সোয়া ৮টায়। আর সেটি আবারও শারজাহর উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল পৌনে ৮টায়; কিন্তু ছাড়ে সাড়ে ৯টায়। 

দেশি ইউএস বাংলা এয়ারলাইনসের ঢাকা থেকে আসা ফ্লাইটটি চট্টগ্রাম থেকে দুবাই ছেড়ে যেতে আধা ঘণ্টা দেরি হয়; ছাড়ে সকাল ৮টা ৪০ মিনিটে।

বাংলাদেশ বিমানের শারজাহ থেকে আসা ফ্লাইট সকাল ৮টার বদলে নামে সোয়া ৯টায়। স্বাভাবিকভাবেই সেই ফ্লাইট চট্টগ্রাম ছাড়তে দেরি হয়। পৌনে ৯টায় চট্টগ্রাম ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ে সকাল সাড়ে ১০টায়।

একইভাবে সালাম এয়ারের পৌনে ৯টার ফ্লাইট মাসকাটের উদ্দেশ্যে রওনা দেয় সকাল সোয়া ৯টায়।

ফ্লাই দুবাইয়ের ফ্লাইট পৌনে ১০টার ফ্লাইট দুবাইয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়ে সাড়ে ১০টায়।

অভ্যন্তরীণ ফ্লাইটগুলো দেরিতে অবতরণ করে এবং দেরিতে চট্টগ্রাম বিমানবন্দর ছাড়ে। এই প্রতিবেদন লেখার আগে দেশি এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইট ঢাকা থেকে নামে বেলা ১১টা ৪৬ মিনিটে; যেটি নামার কথা ছিল ১১টা ১০ মিনিটে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ সকাল সন্ধ্যাকে বলেন, “বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকেই ফ্লাইটগুলো উঠানামায় ঘণ্টা খানেকের মতো বিলম্ব হচ্ছে। প্রথমত ফ্লাইটগুলো দেরিতে নামছে। এর প্রভাব পড়ছে চট্টগ্রাম ছাড়তে।

“তবে এখন পর্যন্ত কোনও ফ্লাইট বাতিলের খবর মেলেনি। আবহাওয়া অনুকুল থাকলে আশা করছি, ফ্লাইট উঠানামা স্বাভাবিক হয়ে আসবে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত