দুবাই থেকে আসা এক যাত্রীর দেহ তল্লাশি করে তার সঙ্গে থাকা তিনটি মানিব্যাগে প্রায় সাড়ে তিন কেজি সোনা পেয়েছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের লোকজন।
শুক্রবার রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর এম মাসুদ ইমাম নামে ওই যাত্রীকে সোনাসহ আটক করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার জানানো হয়েছে, যাত্রী মাসুদ ইমাম এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে শুক্রবার রাত পৌনে ১১টার দিকে শাহজালাল বিমানবন্দরে নামেন। স্বর্ণ চোরাচালানে তার সম্পৃক্ততার বিষয়ে গোপন তথ্য থাকায় তার দেহ তল্লাশি করা হয়। একপর্যায়ে তার সঙ্গে থাকা চামড়া সদৃশ তিনটি মানিব্যাগে ২৮টি সোনার বার ও একটি বড় সোনার মুদ্রা পাওয়া যায়। এসব সোনার মোট ওজন তিন কেজি ৪৯৮ গ্রাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য তিন কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকা। যাত্রী মাসুদ ইমামকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।