ম্যারাথন টাইব্রেকার রীতিমতো। ইউরোপার বাছাইপর্বে আয়াক্স ও প্যানাথিনাইকোসের ম্যাচ গড়িয়েছিল টাইব্রেকারে। সেখানে দুই দল মিলে শট নিল ৩৪টি! শেষ হাসিটা নেদারল্যান্ডসের ঐতিহ্যবাহি ক্লাব আয়াক্সের। ১৩-১২ ব্যবধানে জিতে পরের রাউন্ডের টিকিট পেয়েছে তারা।
ম্যারাথন টাইব্রেকারের নায়ক আয়াক্সের ৪০ বছরের গোলরক্ষক রেমকো পাসভির। পাঁচটি সেভ করেছেন তিনি। শুধু তাই নয়, টাইব্রেকারে শট নিয়ে লক্ষ্যভেদ করেছেন নিজেও। নির্ধারিত ৯০ মিনিটেও একাধিক সেভ করেছিলেন রেমকো।
রেমকো সেভ করেছিলেন প্যানাথিনাইকোসের দানিয়েল মানচিনির নেওয়া প্রথম শটটাই। এরপর ঠেকান সাডেন ডেথে সপ্তম ও অষ্টম শট। নিজে লক্ষ্যভেদ করেছিলেন ১১ নম্বর শটে। সাডেন ডেথে জমজমাট টাইব্রেকারে রেমকো আয়াক্সকে জেতান ১৬ ও ১৭ নম্বর শট দুটি সেভ করে।
‘অপ্টা’ জানাচ্ছে ১৩-১২ ব্যবধানের টাইব্রেকার ইউরোপিয়ান ক্লাব ফুটবল ইতিহাসের দ্বিতীয় দীর্ঘতম। ২০২৩ সালের জুলাইয়ে গিরা ইউনাইটেড ও গ্লেনটোরানের ম্যাচের নিষ্পত্তি হয়েছিল ১৪-১৩ ব্যবধানে।