Beta
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
Beta
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

আরেক এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক আকবর

as3
[publishpress_authors_box]

দিন দুয়েক পর আকবর আলীর নেতৃত্বে হংকংয়ে সিক্সসাইড টুর্নামেন্ট খেলতে যাবে বাংলাদেশ। এরপর বাংলাদেশ কাতারের দোহায় অংশ নিবে রাইজিং স্টার্স এশিয়া কাপে। সেই দলেরও নেতৃত্ব দেওয়া হয়েছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীকে।

‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ‘বি’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। প্রতি গ্রুপ থেকে সেরা দুটি দল শেষ চারে পা রাখবে।

ভারত, পাতিস্তান, বাংলাদেশের মত বড় দলগুলো খেলবে ‘এ’ দল নিয়ে। আইসিসির সহযোগি সদস্যরা অবশ্য জাতীয় দল নিয়েই খেলবে এই টুর্নামেন্ট।

কাতারের রাজধানী দোহায় রাইজিং স্টার্স এশিয়া কাপের পর্দা উঠবে ১৪ নভেম্বর। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৫ নভেম্বর হংকংয়ের বিপক্ষে। এরপর ১৭ ও ১৯ নভেম্বর আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে আকবরের দল। ২৩ নভেম্বর ফাইনাল দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।

রাইজিং স্টার্স এশিয়া কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড

 আকবর আলী (অধিনায়ক), জিসান আলম, হাবিবুর রহমান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, মাহিদুল ইসলাম অঙ্কন, রাকিবুল হাসান, এস এম মেহেরব হোসেন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, শাদীন ইসলাম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত