টি-টোয়েন্টিতে ঝড়ো ব্যাটিংয়ের দুর্বলতা বাংলাদেশ ব্যাটারদের পিছিয়ে দেয়। ভারতের বিপক্ষে ছোট ফরম্যাটের সিরিজে ব্যর্থতা জুটেছিল সে কারণে । আকবর আলি সেই ব্যর্থতা ঢাকার চেষ্টা করলেন পাওয়ার হিটিংয়ে। ভারত সিরিজের পর ওমানে ইমার্জিং এশিয়া কাপ খেলছে বাংলাদেশ। সেখানে আকবর আলির টি-টোয়েন্টি ব্যাটিংয়ে হংকংয়ের বিপক্ষে কঠিন হয়ে যাওয়া ম্যাচে জয় এসেছে।
আকবর মাত্র ২৪ বলে ৪ চার ও ৩ ছক্কায় ১৮৭.৫০ স্ট্রাইকরেটে করেছেন ৪৫ রান। তাতে হংকংয়ের করা ৮ উইকেটে ১৫০ রানের লক্ষ্য ২ ওভার হাতে রেখে টপকে গেছে বাংলাদেশ। দলটির হয়ে বাবর হায়াত ৬১ বলে ৭ ছক্কা ও ২ চারে ৮৫ রান করেন। রিপন মন্ডল ২৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন।
সহযোগী দল ছাড়া ইমার্জিং এশিয়া কাপের বাকি দলগুলো তাদের “এ” দল পাঠিয়েছে এই আসরে। বাংলাদেশ দলে ভারত সিরিজ খেলে আসা তাওহিদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন আছেন। হংকংয়ের সঙ্গে তাদের ব্যাটে ভারত সিরিজের ব্যর্থতাই দেখা গেছে।
ওপেন করতে নেমে ইমন ২৬ বলে ২ ছক্কা ও ১ চারে করেছেন ২৮ রান। অন্যদিকে হৃদয় ২২ বলে ১ ছক্কা ও ২ চারে করেছেন ২৯ রান। রান তাড়ায় নেমে ১৩.১ ওভারে ১০৯ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। পরের দুই ওভারে আকবর আলির ঝড়ো ব্যাঠিংয়ে জয়ের কাছাকাছি চলে যাওয়ার স্বস্তি মিলে। আকবর ১৫.৩ ওভারে আউট হলে ১৫ বলে ১৯ রান করে জয়ের কাজ সারেন শামীম হোসেন।
২০ অক্টোবর আফগানি্স্তান “এ” দলের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের।