Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

আকরাম খান শুনেছিলেন তামিম নেই

Tamim 2
[publishpress_authors_box]

বিকেএসপিতে খেলতে গিয়ে হার্ট অ্যাটাক হওয়া তামিম ইকবালের পরিবারের জন্য সোমবার সকালটা ছিল দুর্বিষহ। পরিবারের কেউই সেদিন সকালে তামিমের পাশে ছিলেন না। ভয়ঙ্কর খবর শুনেই তাদের বিকেএসপি ছুটতে হয়েছিল।

তামিম ইকবালেল চাচা বাংলাদেশের সাবেক অধিনায়ক বর্তমানে বিসিবির পরিচালক। সোমবার প্রস্তুতি নিচ্ছিলেন বিসিবির সভায় যোগ দেওয়ার জন্য। কিন্তু ফোনে ভাতিজার সম্ভাব্য সবচেয়ে খারাপ খবরটাই হজম করতে হয় তাকে।

বুধবার স্বাধীণতা দিবসের প্রীতি ক্রিকেট ম্যাচ শেষে আকরাম বলছিলেন, “আমি যখন খবরটা শুনেছি তা খুব খারাপ ছিল। সত্যি কথা বলতে আমাকে জানানো হয়েছিল যে – সে (তামিম) আর নেই। কখনও কল্পনাও করিনি এমন খবর শুনতে পাবো। ও আমার ছেলের মতো।”

আকরাম আরও যোগ করেন, “এক ঘণ্টার মতো খুব বিমর্ষ ছিলাম, গাড়ীতে করে বিকেএসপির দিকে যাচ্ছিলাম। ঘণ্টা খানেক পর কেপিজে হাসপাতালের একজন চিকিৎসক আমাকে ফোন করলেন। বিষদ ব্যাখ্যা দিলেন এখন কি করা উচিত। এরপর জানালেন যে রিং পরাতে নিয়ে যাওয়া হচ্ছে। এটা শোনার পর বুঝলাম যে ওর ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আসলে এমন কিছু ভাবাই যায় না যে কিনা এই ঘটনার এক সপ্তাহের মধ্যে দুটো সেঞ্চুরি করেছে তার এই অবস্থা হবে।”

এদিন স্বাধীণতা দিবস ক্রিকেটে আকরাম খানদের লালদল ২৭ রানে হারিয়েছে নান্নু-খালেদ মাসুদদের সবুজ দলকে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত