বলিউডের দুই প্রজন্মের দুই জনপ্রিয় প্লে-ব্যাক শিল্পী আকৃতি কক্কর ও ঊষা উত্থুপ একসঙ্গে গাইলেন বাংলার জনপ্রিয় লোকগান ‘গোলেমালে’। গানের কথা-সুর সকলেই শুনেছেন-‘পিরিতি কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না, গোলেমালে গোলেমালে পিরিত কইরো না…।
কিন্তু বলিউডের হিন্দি গানের দুই জনপ্রিয় শিল্পীর কণ্ঠে যখন এমন একটি বাংলা গান শোনা যায় তখন নিশ্চয়ই নতুন স্বাদ তৈরি হয়। গানটির মূল উদ্যোক্তা আকৃতি কক্কর। পূজার উৎসবে বাড়তি মাত্রা যোগ করতে গানটি প্রকাশ করেছেন নিজের চ্যানেলে। গানের ভিডিওতে জমকালো উপস্থিতি দুই প্রজন্মের দুই শিল্পীর।
কিংবদন্তি ঊষা উত্থুপের সঙ্গে গান কোলাব করে দারুণ উচ্ছ্বসিত আকৃতি। ফেইসবুক লাইভে এসে তিনি বললেন, “গানটি মুক্তির পর যে ধরনের রেসপন্স পাচ্ছি তা সত্যিই অবিশ্বাস্য। আমি অসম্ভব খুশি উষা উত্থুপজির সাথে এমন একটি গানে একসাথে কাজ করতে পেরে। তার মতো আইকোনিক ব্যক্তিত্বের সাথে গান করতে পারা অনেক সৌভাগ্যের। যদিও এটিই প্রথম নয়, কিন্তু এ গানটি সবচেয়ে ব্যতিক্রম। গানের শুটিংয়েও তিনি এত প্রাণবন্ত ছিলেন যে, মনে হয়েছে তিনি এখনও অনেক ইয়াং একজন। সবাইকে গানটি শোনার আমন্ত্রণ জানাই।”
গানটির মিউজিক কম্পোজিশান করেছেন শুভম মৈত্র। গানের সাথে সংযোজিত হিন্দি অংশের লিরিক করেছেন গীত সাগর। ইউটিউবে গানটি প্রকাশ করে এটি যে ঐতিহ্যবাহী বাংলা লোকগান তা উল্লেখ করা হয়েছে।
এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই গানটির ভিউ ইউটিউবে ৫ লাখ পেরিয়েছে।